Saturday, August 23, 2025

লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোমণ্ডপ তৈরির অনুষ্ঠানে দেব- রুক্মিণী

Date:

শ্রাবণের বর্ষা ভেজা আকাশে মাঝে মধ্যে সাদা মেঘের দেখা মিলতেই আসন্ন শরতের প্রহর গুনতে শুরু করে দিয়েছে বাঙালি। এক বছর পর ঘরে ফিরছেন উমা। বাংলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। রবিবাসরীয় সকালে সেখানকার মণ্ডপ তৈরির কাজের সূচনায় উপস্থিত হলেন সুপারস্টার দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দুই তারকাকে দেখতে উপচে পড়া ভিড়। সকলকে পুজোর অগ্রিম শুভকামনা জানানোর মাঝেই আসন্ন ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) দেখতে যাওয়ার কথা মনে করালেন সাংসদ -অভিনেতা (Dev)।

লেকটাউন শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবছরের পুজো ৫৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। উদ্যোক্তারা দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণ শুরুর মুহূর্তে টলিপাড়ার অন্যতম দুই সুপারস্টারকে হাজির করে সকলকে রীতিমতো চমকে দিয়েছে। এদিন দেবী দুর্গার ছবি সামনে রেখে মহিলা ঢাকিদের দিয়ে বিশেষ পরিবেশনার আয়োজনও করা হয়।

দেব (Dev ) সাংবাদিকের জানান, পুজো মানেই মায়ের কাছে সকলের কিছু না কিছু ব্যক্তিগত চাওয়া থাকে। কিন্তু এবছর তিনি চাইবেন পৃথিবীতে শান্তি ফিরে আসুক। সাম্প্রতিককালে যেভাবে বিশ্বজুড়ে যুদ্ধ আর অশান্তির আবহও তৈরি হয়েছে, দেবী দুর্গার আগমনে যেন সবটা থেমে গিয়ে সকলের মধ্যে ভালবাসার বন্ধন দৃঢ় হয়ে ওঠে -এটাই অভিনেতার এই বছরের পুজোর চাওয়া।

টলিউডের ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্রের কথাতেও একই সুর। অভিনেত্রী বলেন সকলে ভালো থাকুক মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা। প্রিয় দুই তারকাকে এভাবে সামনের থেকে দেখতে পেয়ে খুশি এলাকাবাসী থেকে শুরু করে দেব -রুক্মিণীর অনুরাগীরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version