একে চোট, সেইসঙ্গে বিরাট অঙ্কির মামলা। সময়টা সত্যিই ভালো যাচ্ছে নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy)। চোট পেয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন তিনি। আর সেই সময়ই নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করল তাঁরই প্রাক্তন এজেন্সি। এই টাকা সময় মতো দিতে না পারলে নাকি বড়সড় সমস্যাতেই পড়তে চলেছেন এই ২২ বর্ষীয় ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে ছিলেন নীতিশ রেড্ডি। কিন্তু হাঁটুতে চোট পাওয়ার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন নীতিশ রেড্ডি। এরপরই দেশে ফিরে এসেছেন নীতিশ। কিন্তু দেশে ফিরেও বিপত্তি। তাঁরই প্রাক্তন এজেন্সি তাঁর বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ চুক্তি অনুযায়ী নীতিশ রেড্ডি নাকি সেই টাকা দেননি।
২০২১ সালে এক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাীতিশ রেড্ডি। এরপরই আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে সকলের নজর কেড়েছিলেন। সেই সময় থেকেই বেশ কিছু সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি, নানান চুক্তি হয়েছিল তাঁর। সেই থেকে ভালো অঙ্কের টাকাও পেয়েছিলেন নীতিশ। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ যে পরিমান এই প্রাক্তন এজেন্সিকে দেওয়ার ছিল তা নাকি নীতিশ দেননি। অস্ট্রেলিয়া সফর চলাকালীনই নাকি এই সংস্থার সঙ্গে সম্পর্ক ভেঙেছেন নীতিশ।
দুই তরফের মধ্যে কথাবার্তা হলেও নাকি নীতিশ কুমার রেড্ডি সেই টাকা দিতে অস্বীকারই করেছেন। এরপরই এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই সংস্থা। ৫ কোটি টাকার মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
–
–
–
–
–
–
–
–
–
–
–