নতুন ইতিহাস তৈরি করল ভারতের দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। প্রথম ভারতীয় মহিলা হিসাবে মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ। দীর্ঘ লড়াইয়ে কনারু হাম্পিকে (Koneru Hampi) টাই ব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উঠল এই তরুণীর মাথায়। আর তাতেই আপ্লুত সকলে। এদিন কনারু হাম্পি তাঁকে একের পর এক কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছিল। আর তাতেও শেষরক্ষা হয়নি। শেষপর্যন্ত জয়ের হাস ফোটে দিব্যার (Divya Deshmukh) মুখেই।

রবিবার থেকে লড়াইটা শুরু হয়েছিল। সেখান থেকেই ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। দুই পক্ষেরই ছিবল হাড্ডহাড্ডি লড়াই। সেখানেই বেশ কয়েকটা ভুল করেন হাম্পি। সেটাই কাজে লাগাতে কোনওরকম ভুল করেননি দিব্যা দেশমুখ। আর সেখানেই কনারু হাম্পিকে ১.৫-০.৫ ফলাফলে হারিয়ে দিয়েছেন দিব্যা দেশমুখ। সেইসঙ্গেই ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস করেছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই দিব্যার নাম শোনা যাচ্ছিল। মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এরপরই ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তিনি কনারু হাম্পির। সেখানেই টাইব্রেকারে শেষপর্যন্ত তিনি চ্যাম্পিয়ন। সেইসঙ্গেই দেশের ৮৮ তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিব্যা দেশমুখ। এছাড়া মহিলা হিসাবে দেশের চতুর্থ গ্র্যান্ডমাস্টার হলেন তিনি।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–