চলতি মাসে বীরভূমের দুজন তৃণমূল কর্মী খুন। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয় প্রশাসনের বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেন মমতা।
সোমবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, চলতি মাসে বীরভূমের দুজন তৃণমূল কর্মী খুন হওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত। দলীয়কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, থানার আইসি কী করছিল, তাঁদের কাছে কোন খবর ছিলেন না! পুলিশের আরও নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে মত রাজ্যের প্রশাসনিক প্রধানের।
মুখ্যমন্ত্রী বীরভূমের পুলিশ সুপারকে বলেন, বিভিন্ন রকমের খবর কানে আসছে সেগুলি যাচাই করে দেখতে হবে। কোথাও যাতে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠতে তার জন্য পুলিশের টহলদারি বাড়াতে হবে। পুলিশের আরও সারপ্রাইজ ভিজিট বাড়াতে হবে। নতুন নতুন আইসি, বিডিও ওরা এসেছেন তাদেরকে আরও বেশি করে কাজ করাতে হবে।
মুখ্যমন্ত্রীর পরামর্শ, জেলাশাসক পুলিশ সুপারদের প্রকাশ্যে এমন কিছু কথা বলা উচিত নয় যেটায় সামগ্রিক পরিস্থিতি জটিল হয়। নেতাদেরও অসংলগ্ন কথা বলা উচিত নয়। এমন কেউ কেউ রয়েছে যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবন থেকে অভিযোগ আসছে, তাঁরাও তো বাজার থেকে অনেক কিছু করছে, দোষ হচ্ছে শাসকদলের-অভিযোগ মমতার। আরও পড়ুনঃ বার্ষিক আয় মাত্র ৩ টাকা! বিজেপি রাজ্যে ‘দরিদ্রতম কৃষক’, ছাপার ভুল বলে সাফাই প্রশাসন
–
–
–
–
–
–
–
–
–
–
–