প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর, বসিরহাট হাসপাতালে বাড়ল বেড

Date:

Share post:

বিগত দিনের মত এবারও প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবার, ইলামবাজাার থেকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের (Hospital) ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনের আগে বিষয়টি খতিয়ে দেখেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।

এদিন বসিরহাট হাসপাতালে (Hospital) ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের পাশাপাশি এই জেলায় মোবাইল ফুড টেস্টিং ল্যাব ও ফুড সেফটি অন হুইল এরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আগেই ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল। যেটা প্রয়োজনের তুলনায় কম ছিল। বসিরহাট জুড়ে ডায়ালিসিস রোগীর যা চাপ এই হাসপাতালে তাতে এই ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে তা সামাল দিতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক। হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ থাকা সত্ত্বেও বহু রোগীকে কলকাতা-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হতো। যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তে হত রোগীর পরিবারকে। তাদের সেই সমস্যার কথা স্থানীয় বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিষয়টি শুনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে শয্যা সংখ্যা বাড়ানো হবে। বিধায়ক সপ্তর্ষি জানান, সেই প্রতিশ্রুতি মত কয়েক কোটি টাকা ব্যায়ে ১০টি অত্যাধুনিক ডায়ালেসিস মেশিন বসানো হয়েছে। সেই অনুযায়ী ৫ থেকে বেড়ে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ তৈরি হয়ে গিয়েছে।

এদিন দুপুর ১ টা নাগাদ মুখ্যমন্ত্রী ইউনিটটির ভার্চুয়াল উদ্বোধন করেন। ফলে ডায়ালিসিস রোগীদের আর ওয়েটিং লিস্টে থাকতে হবে না। ফলে বসিরহাট মানুষের যথেষ্ট উপকার হবে। বসিরহাটের মানুষ মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি পূরণকে সাধুবাদ জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ মেহেদী রহমান হোসেন মহকুমা শাসক আশিষ কুমার-সহ অনেকেই।

spot_img

Related articles

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...