শহর কলকাতার লাইফ লাইন মেট্রো (Metro) পরিষেবায় জোর ধাক্কা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)! সোমবার সন্ধ্যায় এমন কথাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। চারটি পিলারে ফাটলের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আপাতত দক্ষিণেশ্বর (Dakshineswar Metro Station) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুর নাগাদ। ১:০৫ মিনিটে কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। কী সমস্যা তা কিছুই জানানো হয়নি। দীর্ঘক্ষণ পর দক্ষিণেশ্বর থেকে ব্রিজি (Sahid Khudiram Metro Station) এলাকা পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। ফাঁকা রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষের স্টেশনের দিকে। যাত্রীরা আশঙ্কা করছিলেন, তাহলে কি বড় কোনও বিভ্রাট ঘটেছে? অবশেষে সোমবার সন্ধ্যায় নীরবতা ভেঙে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। ক্ষতির পরিমাণ কতটা তা জানার চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা। যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে, সেগুলির সঙ্গে ছাদ যুক্ত রয়েছে।মেরামতির কাজের জন্য আপাতত প্রান্তিক এই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–