Friday, November 14, 2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন! ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা 

Date:

শহর কলকাতার লাইফ লাইন মেট্রো (Metro) পরিষেবায় জোর ধাক্কা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)! সোমবার সন্ধ্যায় এমন কথাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। চারটি পিলারে ফাটলের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আপাতত দক্ষিণেশ্বর (Dakshineswar Metro Station) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুর নাগাদ। ১:০৫ মিনিটে কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। কী সমস্যা তা কিছুই জানানো হয়নি। দীর্ঘক্ষণ পর দক্ষিণেশ্বর থেকে ব্রিজি (Sahid Khudiram Metro Station) এলাকা পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। ফাঁকা রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষের স্টেশনের দিকে। যাত্রীরা আশঙ্কা করছিলেন, তাহলে কি বড় কোনও বিভ্রাট ঘটেছে? অবশেষে সোমবার সন্ধ্যায় নীরবতা ভেঙে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। ক্ষতির পরিমাণ কতটা তা জানার চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা। যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে, সেগুলির সঙ্গে ছাদ যুক্ত রয়েছে।মেরামতির কাজের জন্য আপাতত প্রান্তিক এই স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version