Wednesday, August 20, 2025

পঞ্চম টেস্টের আগেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য প্রকাশ্যে

Date:

পঞ্চম টেস্টে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কী খেলবেন, এই নিয়েই ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। এর মাঝেই সকলের সামনে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য সকলের সামনে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে বুমরার (Jasprit Bumrah)। সেখানেই তাঁর ওয়ার্কলোড কেমনভাবে ম্যানেজ করা হয়েছে সেই তথ্য এবার প্রকাশ্যে। তাঁর শরীরের কথা ভেবেই নাকি এক টেস্টে ৪৫ ওভারের বেশি বোলিং না করানোরই পরামর্শ দেওয়া হয়েছিল।

আর সেই কারণেই যে জসপ্রীত বুমরাকে প্রতি ইনিংসে কম ওভার বোলিং করতে দেখা গিয়েছে তা একপ্রকার স্পষ্ট। এবার তাঁকে পঞ্চম টেস্টেও খেলানো হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। চতুর্থ টেস্টে সব মিলিয়ে জসপ্রীত বুমরাহ বোলিং করেছিলেন ৩৩ ওভার। কিন্তু পঞ্চম টেস্টে কী তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে তা নিয়েই চলছে জোর জল্পনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোট পাওয়ার পর থেকেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দিয়েছিল বিসিসআই (BCCI)। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে বেঁধে দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরার বোলিং ওভারের সংখ্যাও। ৪৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। সেই মতো লিডস টেস্টে ৪৩ ওভার বোলিং করেছিলেন তিনি।

এই সিরিজ শুরু হওয়ার আগেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে তিনটি টেস্ট খেলার কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই বুমরাহ খেলে ফেলেছেন তিনিটি টেস্ট। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...
Exit mobile version