Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন: দিল্লিতে আক্রান্ত পরিবারের পাশে তৃণমূল

Date:

Share post:

সত্য ভিডিও তুলে ধরে মুখোশ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়ে পিঠ বাঁচাতে মিথ্যে ভিডিওর আশ্রয় নিয়েছে বিজেপি ও অমিত শাহর (Amit Shah) দিল্লি পুলিশ (Delhi Police)। সেই নির্যাতিত পরিবারকে প্রকাশ্যে এনে বিজেপি নেতাদের ও দিল্লি পুলিশের মুখোশ খুলে তৃণমূল নেতৃত্ব প্রমাণ করে দিল মিথ্যাচার। সেই সঙ্গে ঘোষণা করা হল তৃণমূলের তরফে, মুখ্যমন্ত্রীই সঠিক কথা বলেছিলেন।

মালদহের নির্যাতিত পরিবার নতুন করে স্পষ্ট করে দিয়েছে, ডবল ইঞ্জিন রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে কী চক্রান্ত চালাচ্ছে বিজেপি। দোসর পুলিশ। সেই ভিডিও তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ করেছিলেন বিজেপির নিচ চক্রান্ত। হালে পানি না পেয়ে সেই ভিডিও ভুয়ো দাবি করে আবার দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করে বিজেপি। এবার সব সত্য প্রকাশ্যে আনল তৃণমূল।

দিল্লির ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সব নিয়ে আসার পরই কীভাবে পিঠ বাঁচাতে নেমেছে বিজেপি, তা বলতে গিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছিলেন কীভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলাভাষী ভারতীয়দের উপর, সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে তা এতটাই ঘৃণ্য ও নিম্নরুচির জায়গায় চলে গিয়েছে। এরপরে বিজেপির (BJP) কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা না কি ভুল। দিল্লির পুলিশকে (Delhi Police) দিয়ে বলানো হচ্ছে সেটা না কি ভুল। আমরা জানাচ্ছি সেই পরিবারটি আমাদের সঙ্গে সব সত্য প্রকাশ করেছেন।

সেই সঙ্গে নির্যাতনের শিকার পরিবার যে সত্যি তুলে ধরেছে তাতে আরও স্পষ্ট হয়েছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি। যে ভিডিওকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি ও দিল্লি পুলিশ, তাদের আরও কীর্তি ফাঁস করে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, সামিরুল ইসলাম (Samirul Islam) ও মৌসম বেনজির নুর (Mausam Noor) তাঁদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় সেভাবে ফিরিয়ে এনেছে। সকালে মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে এসে পৌঁছায়। প্রথমে অত্যাচার করেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে, এগুলো তোমরা বাইরে বলবে না।

বাংলা বললেই যে প্রতিহিংসা বিজেপির ডবল ইঞ্জিন সরকারগুলি চালিয়ে চলেছে গত কয়েক মাস ধরে, সেই বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও বাংলাদেশি তকমা লাগাতে পিছপা হয়নি। সেই বিজেপির কাছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রশ্ন, এদের কাছে এমন কথাও শুনলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশি বলা হয়েছে। আমরা যারা বাংলায় কথা বলি, তারা ভারতীয় কী ভারতীয় নয়, সেই ব্যাখ্যা অমিত শাহ ও নরেন্দ্র মোদির কাছে দাবি করি। রাজ্যের মন্ত্রী দাবি করেন, বিজেপির সরকার কঠোরপন্থী ভাবধারায় ভারতকে ভাঙার চেষ্টা চালাচ্ছে। বাংলার মানুষ কখনই সেই অভিসন্ধি সফল হতে দেবে না।

আরও পড়ুন: আসল ফুটেজ দেখাচ্ছে না দিল্লি পুলিশ: নৃশংসতা, মিথ্যাচারের মুখোশ খুললেন মালদার নির্যাতিতা

দিল্লি থেকে উদ্ধার করে নিয়ে আসা পরিবার বুধবারই কলকাতা পুলিশের প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করে। দিল্লি থেকে বাসস্থান উপার্জন ছেড়ে আসা পরিবারের পাশে সব রকমভাবে তৃণমূল নেতৃত্বকে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মালদহের চাঁচোলে তাঁদের গ্রামে তাঁদের থাকার ব্যবস্থা থেকে আইনত বাসস্থানের নথি তৈরি করে দেওয়ার কাজ করা হবে মন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে। সাংসদ সামিরুল ইসলাম ও সাংসদ মৌসম নুর তাঁদের তত্ত্বাবধান করবেন।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...