Sunday, December 28, 2025

রাশিয়া শক্তিশালী ভূমিকম্প, সুনামি আছড়ে পড়ল জাপানেও!

Date:

Share post:

পুতিনের দেশে জোরালো ভূমিকম্প (Earthquake in Russia), রিখটার স্কেলে তীব্রতা প্রায় ৮.৮! বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ জুড়ে কম্পন অনুভূত হয়। এরপরই আছড়ে পড়েছে সুনামি (Tsunami)। জাপানের (Japan) হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা গেছে। সতর্কতা জারি করা হয়েছে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও। মার্কিন আবহাওয়া সংস্থা USGS জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাশিয়ার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলবর্তী এলাকা, উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ ও কামচাটকা অঞ্চলের কিছু অংশে ৩-৪ মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জানা গেছে, তীব্র কম্পনের জেরে বহু মানুষ বাড়ি খালি করে রাস্তায় নেমে আসেন। অনেক বাড়িতে আলমারি উলটে পড়ে, আয়না ভেঙে যায়, ঘর-বারান্দা কেঁপে ওঠে। শহরে বিদ্যুৎ চলে যায় এবং মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।

রাশিয়ার কম্পনের জেরে ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায়ও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের জন্য সরাসরি সুনামি সতর্কতা জারি করেছে। নজরদারি বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের পশ্চিম উপকূলেও।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...