অষ্টম পে কমিশনে বেতন বাড়াতে বিজেপির ফাঁকা আওয়াজ: ফাঁস করল তৃণমূল

Date:

Share post:

অষ্টম অর্থ কমিশন নিয়ে হাওয়ায় বিভিন্ন রকম বক্তব্য ভাসিয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। আদতে সেই সব রটনা যে অর্থ মন্ত্রকের তরফে ফাঁকা আওয়াজ, তা ফাঁস হল অর্থমন্ত্রকের (Ministry of Finance) প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর উত্তরে। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে প্রকাশ হয়ে গেল যে এখনও অষ্টম পে কমিশনের (Eighth pay commission) কমিটি বা চেয়ারপার্সন কে হবে, তারই কোনও নির্দিষ্ট ধারণা নেই খোদ অর্থমন্ত্রকের। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের প্রশ্নের উত্তরে এই উত্তরই জানালেন মন্ত্রী পঙ্কজ। অর্থাৎ জুলাই মাসে যে মহার্ঘ্য ভাতার (DA) ঘোষণা হওয়ার আশা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তাদের আশায় আপাতত জল।

তৃণমূল সাংসদ প্রশ্ন করেছিলেন, কেন্দ্রের সরকার অষ্টম অর্থ কমিশন গঠনের জন্য কোনও নির্দিষ্ট দিন ধার্য করেছে কিনা। উত্তরে কেন্দ্রের মন্ত্রী জানান, অর্থ কমিশন গঠনের জন্য স্টেক হোল্ডার (stake holder) থেকে মতামত চাওয়া হয়েছে। যথা সময়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

সময় ও স্টেক হোল্ডারদের ঘাড়ে দায় চাপানো কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মিথ্যাচার ফাঁস হয় এর পরের প্রশ্নের উত্তরেই। সাগরিকার প্রশ্ন ছিল, অষ্টম অর্থ কমিশনের চেয়ারপার্সন কে হবেন বা সদস্য কারা হবেন, সেই নাম কী চূড়ান্ত হয়ে গিয়েছে? যদি হয়ে গিয়ে থাকে তবে তাঁদের নামের তালিকা বা নিয়োগের বিজ্ঞপ্তি কোথায়। আর যদি নিয়োগ না হয়ে থাকে, তবে কবে নিয়োগ হতে পারে, তার নির্দিষ্ট সময়সীমা কী। সেখানে অর্থ মন্ত্রকের (Ministry of Finance) উত্তর, অষ্টম অর্থ কমিশনের (Eighth pay commission) বিজ্ঞপ্তি কেন্দ্রের সরকার জারি করলে তার পরে শুরু হবে চেয়ারপার্সন ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া।

অর্থাৎ সেই সময় নিয়ে স্টেক হোল্ডারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে চাতকের মতো অপেক্ষা কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আর সেখানেই রয়েছে গ্যাঁড়াকল। সাগরিকা প্রশ্ন করেছিলেন, আদৌ কেন্দ্রের অর্থ মন্ত্রকের কাছে কোনও সময়ের সীমা রয়েছে কী, কবে স্কেট হোল্ডাররা তাঁদের এই সুপারিশ জমা দেবেন। যদি সেই সময়সীমা বেধে দেওয়া হয়ে থাকে, তবে তা কবে? যদি সময় বেধে না দেওয়া হয়ে থাকে, তবে তা কেন হয়নি? সেখানেও সেই একই উত্তর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, কর্মীবর্গ বিভাগের তরফ থেকে সুপারিশ চাওয়া হয়েছে। তবে কোনও নির্দিষ্ট সময় দেওয়া না থাকায় তাদের সুপারিশ কবে এসে পৌঁছাবে, তার কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: বানভাসি তিস্তার দোসর ধস: বিচ্ছিন্ন বাংলা সিকিম যোগাযোগ

একদিকে চলতি অর্থবর্ষে নতুন আয়কর নিয়ম লাগু করে করদাতাদের জন্য নতুন সমস্যা তৈরি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তার উপর এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অর্থ কমিশনের কমিটিই তৈরি করতে পারেনি। জুলাই মাসে যে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না কেন্দ্রীয় সরকারি কর্মীরা তা অর্থ মন্ত্রীর উত্তরেই স্পষ্ট। সেই সঙ্গে জানুয়ারি ২০২৬ থেকে নতুন পে কমিশন লাগু হওয়াও যে বিশ বাঁও জলে, তাও স্পষ্ট।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...