Thursday, August 21, 2025

ওভাল ম্যাচের আগে পিচ প্রস্তুতকারকের সঙ্গে বিতর্কে জড়ালেন গম্ভীর!

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। সিরিজের সমতা ফেরাতে এই ম্যাচ শুভমনদের কাছে ‘ডু অর ডাই’ পরিস্থিতির সমান। ঋষভ পন্থ ফিরে যাওয়ায় আগামী ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন হচ্ছে। তবে খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগে এই সবকিছুকে ব্যাকফুটে ফেলে, পিচ সংক্রান্ত বিতর্কে নাম জড়ালো কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ওভালের প্রধান পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের (Oval pitch curator Lee Fortis) সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ানোর পাশাপাশি মেজাজ হারিয়ে টিম ইন্ডিয়ার কোচ নাকি তাঁকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই গোটা ঘটনার ব্যাখ্যা ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

টিম ইন্ডিয়ার (Indian cricket team)তরফে বলা হয়েছে, প্র্যাকটিসের মাঝে মাঝে মাঠে আইস বক্স রাখা নিয়ে ফর্টিস ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে অভব্য আচরণ করেন। বিষয়টা ভালো চোখে দেখেননি কোচ গম্ভীর। তিনি প্রতিবাদ করলেন প্রথম থেকেই ইচ্ছাকৃতভাবে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সীতাংশু। তিনি বলেন পিচ পরীক্ষা করার সময়, সেখানকার এক মাঠকর্মী আড়াই মিটার দূরে সরে গিয়ে গৌতমকে দড়ির বাইরে থেকে পিচ দেখার নির্দেশ দেন। পাশাপাশি এমন আচরণ করা হয় ওভালের পিচ প্রস্তুতকারক টিমের তরফ থেকে যেন মনে হচ্ছে কোন মূল্যবান সামগ্রী দেখতে চাওয়া হচ্ছে। গম্ভীর এমনিতে চুপচাপ হলেও এই আচরণ তিনি মেনে নিতে পারেননি। একসময় সংশ্লিষ্ট কর্মীর দিকে তাকিয়ে তাঁকে বলতে শোনা গেছে, ‘‘তুমি এখানে এক জন মাঠকর্মী মাত্র। যাও, যেখানে খুশি রিপোর্ট কর। তুমি মাঠকর্মী ছাড়া কিছু নও।’’ পরবর্তীতে ফর্টিসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...