Saturday, November 1, 2025

বিহারের খসড়া ভোটার তালিকা: আলোচনা হবে না দাবি রিজিজুর, পাল্টা চিঠি বিরোধীদের

Date:

ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশনকে শিখন্ডী করে বিজেপি যে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে, সংসদেই তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। বিহারের প্রথম খসড়া তালিকা (draft list) প্রকাশের দিনই তিনি জানিয়ে দিলেন সংসদে এই এসআইআর (SIR) নিয়ে কোনও আলোচনা হবে না। পাল্টা আলোচনার দাবিতে স্পিকারকে (Speaker) চিঠি ইন্ডিয়া জোটের (I.N.D.I.A. alliance)।

ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে নির্বাচন কমিশন (ECI)। আর সেই পদ্ধতি চালিয়ে মাত্র ছয় মাসে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বিহারের ভোটার তালিকা থেকে। আশঙ্কাকে সত্যি করে শুক্রবার যে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, তাতে স্পষ্ট কমিশনের স্বৈরাচারী মনোভাব। এই খসড়া তালিকা (draft list) হাতে পেয়ে সংসদে (Parliament) তা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance)।

নিয়ম মেনে ১ অগাস্ট বিহারের এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেয় নির্বাচন কমিশন। এরপরই শুক্রবার সংসদে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। তাদের দাবির উত্তরে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম মেনে সংসদে সব বিষয় নিয়েই আলোচনা হবে। কিন্তু এসআইআর নিয়ে আলোচনা হবে না। কারণ এটা নির্বাচন কমিশনের বিষয়।

বিরোধীদের চাপ এবং আলোচনা হলে যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়বে কার্যত বুঝে গিয়েছে মোদি সরকার। সুপ্রিম কোর্টে (Supreme Court) ইতিমধ্যেই বিচারপতি পর্যবেক্ষণে জানিয়েছেন, গণহারে নাম বাদ পড়লেই তাঁরা হস্তক্ষেপ করবেন। এই নিয়ে ১২ অথবা ১৩ অগাস্ট ফের শুনানি রয়েছে। তার আগে আর সংসদে মুখ পোড়াতে চাইছে না মোদি সরকার, রিজিজুর বক্তব্যেই স্পষ্ট।

আরও পড়ুন: MGNREGA-র পরে আবাস যোজনা: কেন্দ্রীয় বঞ্চনার পর্দাফাঁস অভিষেকের

কিন্তু বিরোধীরাও নাছোড়বান্দা। শুক্রবার ইন্ডিয়া জোটের পক্ষে ৮ দলের প্রতিনিধিরা স্পিকার ওম বিড়লাকে (Speaker Om Birla) সংসদে বিহারের এসআইআর নিয়ে আলোচনার দাবি জানিয়ে চিঠি লেখেন। অন্যান্য প্রতিনিধিদের পাশাপাশি সেই দাবিতে স্বাক্ষর করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দাবিতে জানানো হয়, লোকসভায় বিশেষ আলোচনার মধ্যে দিয়েই সদস্যরা স্পষ্টতা দাবি করছেন। সেই সঙ্গে এই ব্যবস্থার স্বচ্ছতা ও দায় কার, তার স্পষ্টতাও দাবি করছেন সাংসদরা।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version