Friday, November 14, 2025

সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার কথাও ভেবেছিলেন যুজবেন্দ্র চাহাল

Date:

ধনশ্রীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। সোশ্যাল মিডিয়া থেকে নানান মাধ্যমে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান কথাবার্তা চলছিল। সেইসঙ্গে ধনশ্রীর (Dhanashree) তরফ থেকে চাহালের বিরুদ্ধে নানান অভিযোগও সোশ্যাল মিডিয়াতে এসেছে। এতদিন মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশেষে মুখ খুললেন তিনি। আর তাতে চাহাল যা বললেন, এককথায় সকলেই হতবাক। চূড়ান্ত অবসাদ থেকে একসময় নাকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন ভারতীয় দলের এই স্পিনার।

গত বছর থেকেই চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়েও ছিল নানা কথা। এবার সেই নিয়ে চাহালও আর চুপ করে থাকলেন না। ,তিনি নিজেই মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিয়ের শেষ কয়েকটা মাস একেবারেই ভালো কাটেনি। চূড়ান্ত অবসাদের মধ্যে নাকি চলে গিয়েছিলেন চাহাল। ছেড়েছিলেন ক্রিকেট, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মাসনসিক চাপ এবং পারিপার্শিক চাপে তিনি নাকি একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলেন।

একটি পডকাস্টে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “আমি অবসাদে ভুগছিলাম। আমার মাঝেমধ্যেই অ্যাংসাইটি অ্যাটাক হত। এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে আমি নিজের সম্পর্কে বহু জিনিস দেখতাম। তখনই ক্রিকেট থেকে কয়েকদিনের একটা বিরতি নিয়েছিলাম। আমি মাঝেমধ্যেই কেঁপে উঠতাম, এমনকি এসি চললে সেখানেও ক্রমশ ঘামতাম”।

শেষ মরসুমে বিজয় হাজারে ট্রফি থেকে নাম তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কেন সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের চেজ মাস্টার নিয়েছিলেন, অবশেষে তা সকলের সামনে এল। এখনও অবশ্য ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু চাহাল এবার যে ফের একটা কামব্যাকের চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version