Sunday, November 9, 2025

সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যার কথাও ভেবেছিলেন যুজবেন্দ্র চাহাল

Date:

ধনশ্রীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। সোশ্যাল মিডিয়া থেকে নানান মাধ্যমে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান কথাবার্তা চলছিল। সেইসঙ্গে ধনশ্রীর (Dhanashree) তরফ থেকে চাহালের বিরুদ্ধে নানান অভিযোগও সোশ্যাল মিডিয়াতে এসেছে। এতদিন মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশেষে মুখ খুললেন তিনি। আর তাতে চাহাল যা বললেন, এককথায় সকলেই হতবাক। চূড়ান্ত অবসাদ থেকে একসময় নাকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন ভারতীয় দলের এই স্পিনার।

গত বছর থেকেই চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়েও ছিল নানা কথা। এবার সেই নিয়ে চাহালও আর চুপ করে থাকলেন না। ,তিনি নিজেই মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর বিয়ের শেষ কয়েকটা মাস একেবারেই ভালো কাটেনি। চূড়ান্ত অবসাদের মধ্যে নাকি চলে গিয়েছিলেন চাহাল। ছেড়েছিলেন ক্রিকেট, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মাসনসিক চাপ এবং পারিপার্শিক চাপে তিনি নাকি একেবারে জর্জরিত হয়ে গিয়েছিলেন।

একটি পডকাস্টে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, “আমি অবসাদে ভুগছিলাম। আমার মাঝেমধ্যেই অ্যাংসাইটি অ্যাটাক হত। এমনকি আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতে আমি নিজের সম্পর্কে বহু জিনিস দেখতাম। তখনই ক্রিকেট থেকে কয়েকদিনের একটা বিরতি নিয়েছিলাম। আমি মাঝেমধ্যেই কেঁপে উঠতাম, এমনকি এসি চললে সেখানেও ক্রমশ ঘামতাম”।

শেষ মরসুমে বিজয় হাজারে ট্রফি থেকে নাম তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। কেন সেই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের চেজ মাস্টার নিয়েছিলেন, অবশেষে তা সকলের সামনে এল। এখনও অবশ্য ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু চাহাল এবার যে ফের একটা কামব্যাকের চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version