Sunday, December 7, 2025

তৃণমূল সরকারের আমলে উৎসবের বাংলায় পর্যটনে জোয়ার

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে (Durga Puja) কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে বিপুল অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে। তৃণমূল কংগ্রেস (TMC) ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা-সহ রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন। এর ফলে উৎসাহিত হচ্ছে পুজো কমিটিগুলি। পুজোয় বাড়ছে বিনিয়োগ। ডেকরেটর থেকে আলোক শিল্পী, প্রতিমা শিল্পী থেকে পরিবহণ ব্যবসায়ী, রেস্তোরাঁ থেকে হোটেল মালিক, লাভবান সবাই। সবমিলিয়ে পুজোকে (Durga Puja) কেন্দ্র করে রাজ্যে এক সমান্তরাল অর্থনীতির (parallel economy) জন্ম হয়েছে তৃণমূল সরকারের আমলে।

পুজো অর্থনীতির অঙ্ক এখন কয়েক হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে। অন্য সব শিল্পের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পর্যটন শিল্প (tourism industry)। পুজোর সময় বাঙালিদের মধ্যে ভিনরাজ্যে বা বিদেশে যাওয়ার প্রবণতা অনেক দিনের। সেই প্রবণতার পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ছে ভিড়। পুজোকে কেন্দ্র করে এই প্রবণতা আগে ছিল না। এই সরকারের আমলে রাস্তা-ঘাট, জল-আলো, পরিকাঠামো, নতুন নতুন হোম স্টে গড়ে উঠেছে। সঙ্গে বেড়েছে প্রচার। যা পর্যটকদের টেনে আনছে বাংলায়। বাঙালিদের পাশাপাশি তাই ভিনরাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকরা পুজোর আকর্ষণে ছুটে আসছেন পশ্চিমবঙ্গে। মাঝে কোভিডের ধাক্কায় কিছুটা বেসামাল হয়েছিল পর্যটন শিল্প। কিন্তু রাজ্য সরকারের (Govt of WB) সার্বিক সহযোগিতায় ফের তা ঘুরে দাঁড়িয়েছে। সেই কথাই বলছিলেন স্টার ট্রাভেলের কর্ণধার অলোক দত্ত। তাঁর কথায়, পুজোর সময় উত্তরবঙ্গের আকর্ষণ বরাবরই বেশি। ফলে বুকিংও অনেক বেশি। বাদ যায় না জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোও। তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘায় জগন্নাথধাম গড়ে ওঠা বাংলার পর্যটনে এক মাইলস্টোন বলে মানছেন তিনি। বলছেন, দিঘার কারণে পর্যটকদের কাছে বাংলার আকর্ষণ আরও বেড়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটকদের মধ্যে। গত কয়েক মাসে ওই অংশের বহু পর্যটক সরাসরি দিঘায় আসছেন। জগন্নাথধাম দেখে তাঁরা পুরী যাচ্ছেন। এই প্রবণতা একেবারেই নতুন। পুজোর সময় এই ট্যুরের চাহিদা ক্রমশ বাড়ছে। যা হাসি ফুটিয়েছে তাঁদের মতো মাঝারি মানের ট্রাভেল সংস্থার। রাজ্য সরকারের উদ্যোগে হোম স্টে-র সংখ্যা অনেক বেড়েছে। এখানে খরচ কম হওয়ায় পর্যটকরাও ভিড় জমাচ্ছেন। তবে জনপ্রিয় স্পটগুলির পাশাপাশি লেপচাখা, সিটং, চুমাঙ্গের মতো নতুন ও আনকোরা পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় যেভাবে বাড়ছে তাতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। অলোক দত্তের মতো একই সুর নিড-এ হলিডে-র কর্ণধার শান্তনু ভট্টাচার্য, সৌমিক দাসের গলাতেও। তাই তাঁরাও তাকিয়ে রয়েছেন পুজোর দিনগুলির দিকে।

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...