বড় ধাক্কা রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। বাগদানের পরই নির্বাচন কমিশনের (Election Comission) দায়িত্ব থেকে সরানো হল কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহল জুড়ে। কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। কয়েক মাস পরই বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। কিন্তু তার আগেই রিঙ্কুকে দায়িত্ব থেকে অপরাসন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আর তাতেই রাজনৈতিক গন্ধ দেখতে শুরু করেছেন অনেকে।
যদিও নির্বাচন কমিশনের তরফে অন্য কথাই জানানো হয়েছে। নির্বাচন কমিশনে নিয়ম অনুযায়ী কোনওরকম রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সঙ্গে জড়িত কাউকে প্রচারের মুখ হিসাবে রাখা যাবে না। রিঙ্কু সিংকে (Rinku Singh) এবার নির্বাচনের প্রচারের মুখ হিসাবে রাখা হয়েছিল। তাঁর মতো আইকনিক ক্রিকেটার তরুণ প্রজন্মের মধ্যে ভোট দানের আগ্রহ বাড়াবে বলেই মনে করেছিল তারা।
কিন্তু কয়েকদিন আগেই তিনি সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন। তাদের বিয়েতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ উপস্থিত ছিলেন জয়া বচ্চন সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আর এখানেই যত বিপত্তি। কারণ কোনওরকম রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকা কাউকে নির্বাচনের মুখ হিসাবে ব্যবহার করা যায়নি। আর সেই কারণেই নাকি রিঙ্কু সিংয়ের নাম সরানো হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–