হুগলি জেলার কোন্নগরের (Konnagar ) কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী (Pintu Chakraborty) খুনের ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী! বারাসত, বেলঘড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতদের মধ্যে কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাইও রয়েছে বলে খবর। পাশাপাশি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে কানাইপুর এলাকার এক ব্যবসায়ীকে। আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার সন্ধায় কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংস ভাবে খুন হন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তী। এই ঘটনায় তিন দুষ্কৃতীর পাশাপাশি মৃতের ব্যবসায়িক পার্টনারকেও আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে অনুমান।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–