Thursday, November 13, 2025

পরীক্ষার দিন বদল নয়: সিন্ডিকেট বৈঠক শেষে জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Date:

২৮ অগাস্টই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা। ছাত্রদের হাজার অনুরোধ উচ্চ শিক্ষা দফতরের আর্জির পরেও অনড় ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা (Examination) ফেলায় তা বদলের আর্জি জানানো হয় TMCP-র তরফে। আবেদন করে উচ্চশিক্ষা দফতর নিজেদের অবস্থানে অনড় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সিন্ডিকেটের বিশেষ বৈঠক ডাকে। আর সেখানেই সিদ্ধান্ত হয় ২৮ অগাস্টে পরীক্ষা নির্ধারিত সূচি বহাল থাকবে।

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে তাঁর বার্তার জন্যে। এ বছর সেই দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা। এই পরীক্ষার দিন বদল করার আবেদন জানায় টিএমসিপি। কিন্তু উপাচার্য শান্তা দত্ত রাজি হননি। এরপর উচ্চশিক্ষা দফতরের থেকেও চিঠি দিয়ে তারিখ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকে বহু আবেদন এসেছে, সেদিনই তাঁরা পরীক্ষা দিতে চান না। তাই দিন বদলে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সে কথায় কর্ণপাত না করে বৈঠক ডাকেন উপাচার্য।

বৈঠকে উচ্চ-শিক্ষা দফতর পরীক্ষার দিন পরিবর্তনের জন্য আর্জি জানায়। মুখ্যমন্ত্রী দিন বদলের জন্য অনুরোধ করেছেন বলেও জানায় তারা। কিন্তু নিজের অবস্থান অনড় ভারপ্রাপ্ত উপাচার্য জানান, কোন রাজনৈতিক দলের কর্মসূচির জন্য পরীক্ষার দিন বদল হবে না।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তা বলেন, “আজ সিন্ডিকেটে স্পেশাল সেক্রেটারি এসেছিলেন। তিনি এটা উল্লেখও করেছেন যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। আর তাঁর অনুরোধ মানা উচিতও বলেন তাঁরা। তবে হাউস সর্বসম্মতিক্রমে ২৮ অগাস্টের পরীক্ষার তারিখ ওই জায়গাতেই রেখেছে। তিরিশ হাজার ছাত্রছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না। তাঁরা পরীক্ষা দেবে। আমরাও ঘোষিত তারিখ একই রেখেছি।”

আরও পড়ুন- অভিষেকের কাছে আদালতে জোর ধাক্কা শুভেন্দুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version