বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) বিরাট সাফল্য। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে রহড়ার অন্তর্গত রহড়া এলাকায় প্রতিভা মঞ্জিল নামে একটি আবাসনে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করা হয়।
এদিন সন্ধেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) ডেপুটি কমিশনার (গোয়েন্দা বিভাগ) চারু শর্মা জানান. “৫ টা লং আর্মস, ১ টা কমপাকশান গান, ১ টা বোল্ট এক্সান রাইফেল, ২ টা ডাবল ব্যারেল গান, ১ টা শর্ট ব্যারেল রাইফেল, ৯ টা স্মল আর্মস-সহ ১৬ ম্যাগাজিন , ৯০৫ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ১.৪ লাখ টাকা, ২৪৯ গ্রাম সোনা, ১৯.৭ কেজি কয়েন উদ্ধার হয়েছে।“
চারু শর্মা (Charu Sharma) আরও জানান, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ আজকে অভিযান চালায়। এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যে ব্যক্তি অস্ত্র পাচারের সঙ্গে যোগ রয়েছে। অভিযুক্ত সঙ্গে বিহারের যোগ পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।“
–
–
–
–
–
–
–
–
–
–