Saturday, November 1, 2025

ওভালে রুদ্ধশ্বাস জয়, শুভেচ্ছায় ভাসছেন সিরাজ, টিম ইন্ডিয়া

Date:

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই। শেষদিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার কঠিন চ্যালেঞ্জের সামনে ব্রিটিশ বাহিনীর অসহায় আত্মসমর্পন ছাড়া কোনও উপায়ই ছিল না। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, বেন স্টোকসসদের (Ben Stokes) ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ওভালে জয়ের পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।

সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এই সিরিজটাই অধিনায়ক হওয়ার পর প্রথম পরীক্ষা ছিল শুভমন গিলের (Shubman Gill) সামনে। সেখানেই ফুল মার্কস পেয়ে পাশ করেছেন গিল। গোটা সিরিজে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। অধিনায়ক থেকে ব্যাটার হিসাবে বহু রেকর্ডের মালিক শুভমন গিল।

ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন তিনি। একইসঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহলও। ম্যাচ শেষেই সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শুভমন গিলও। তিনি জানিয়েছেন, “আমি সিরিজের শুরু থেকেই বলেছিলাম যে আমরা একমাত্র সিরাজ ভাইয়ের ওপরই সবচেয়ে বেশি ভরসা করি”।

শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) তরফ থেকেও। সিরাজ (Mohammed Siraj) তাঁর বরাবরাই খুব প্রিয়। ভারতীয় দলকে শুভেচ্ছা তো পাঠিয়েছেনই, বিশেষ কৃতিত্ব দিলেন সিরাজকে। বিরাট কোহলি লিখেছেন, “একটা অসাধারণ জয় ভারতের। বিশেষ করে সিরাজ এবং কৃষ্ণা যে মানসিক দৃড়তা দেখিয়েছেন, সেটাই আমাদের এই জয়ের কাছে পৌঁছে দিয়েছে। তবে আমার কাছে বিশেষ সিরাজ। কারণ সে দলের জন্য নিজের সবটা উজার করে দেয়”।

বর্তমান প্রজন্মের পাশাপাশি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত। ভারতীয় দলের এক সময়ের সেরা টেস্ট তারকা ভিভিএস লক্ষ্মণের মতে, “কী অসাধারণ একটা সিরিজ হল। ভারতীয় দল এই গোটা সিরিজে সম্পূর্ণ শাসন করার পাশাপাশি তাদের বহু মনে রাখার মতো মুহূর্ত রয়েছে। এভাবেই এগিয়ে চলুক এই তরুণ ক্রিকেটাররা”।

গিলের পাশাপাশি সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম জাফরও। তাঁর মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন, “আমার মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। কারণ একমাত্র ভারতীয় পেসার যে পাঁচটি ম্যাচেই খেলে গিয়েছেন এবং প্রতি ম্যাচেই নিজের সম্পূর্ণটা উজার করে দিয়েছেন”।

শুধুমাত্র ভারতীয় তারকারাই নন। ভারতীয় দলের এই সাফল্যের জন্য সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনও। তাঁর মতে, “দুই দল থেকে কাউকে যদি আমায় বাছতে হয় সেটা হবেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে তাঁর যা অবদান তা এক কথায় অনস্বীকার্য”।

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...
Exit mobile version