Wednesday, August 20, 2025

ধূপগুড়িতে আইবি কর্মীকে রাস্তায় হেনস্থা শুভেন্দুর! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে এক দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীকে প্রকাশ্যে হেনস্থা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার শিকার আইবি বিভাগের সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়। বাড়ি মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ায়। ওই সময় তিনি রাজ্য সরকারের গোয়েন্দা শাখা আইবি-র অন্তর্গত নির্দিষ্ট দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই সাদা পোশাকে কর্তব্যরত ছিলেন বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও বেআইনি কাজের প্রমাণ মেলেনি।মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

তবুও শুভেন্দু অধিকারী আচমকা নিজের গাড়ি থামিয়ে কর্মীদের নির্দেশ দেন সিভিক ভলেন্টিয়ার নির্মল চন্দ্র রায়ের ভিডিও তুলতে। এরপর জনসমক্ষে অভিযোগ তোলেন, তিনি ইউনিফর্ম ছাড়া ডিউটি করছেন। হেনস্থার মুখে পড়ে হাত জোড় করে অনুরোধ জানান, তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন এবং অনুগ্রহ করে তাঁকে এভাবে অপমান না করা হোক।কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার (খন্ডবহাল) উমেশ গণপত এই প্রসঙ্গে বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে যে ব্যক্তি দেখা গিয়েছেন, তিনি জেলা পুলিশের অন্তর্গত নন। তিনি পশ্চিমবঙ্গ আইবি বিভাগের কর্মী। তিনি নিজের নির্ধারিত দায়িত্বই পালন করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রাজ্যের বিরোধী দলনেতার এহেন কাজের তীব্র বিরোধীতা করেছে তৃণমূল। জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা বিজেপির লক্ষ্য হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার কর্মী নিজেদের নির্দিষ্ট দায়িত্বে কাজ করছেন। তাঁদের এভাবে অপমানিত করা একেবারেই নিন্দনীয়।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version