Wednesday, August 20, 2025

টানা বৃষ্টিপাতের জেরে ফের একবার বড় ধস সেবক-রংপো (Sevok Rongpo) রেল প্রকল্পে! মঙ্গলবার সকালে টানেল নম্বর ৭-এর ইন-এডিট অংশের সামনে থাকা স্লোপ প্রোটেকশন (ঢাল রক্ষা কাঠামো) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার রবিঝোরা এলাকায়। রবিবার রাত থেকেই পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর প্রভাব পড়ে নির্মাণাধীন রেল প্রকল্পে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই ওই স্লোপ প্রোটেকশনে ফাটল দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার সকালেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

এই রেল প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা IRCON-এর অধীনস্থ হায়দরাবাদের (Hydrabad) একটি নির্মাণ সংস্থা ওই স্লোপ প্রোটেকশন নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, অঞ্চলটির ভূগঠনে নরম পাহাড় ও অতিবৃষ্টির কারনেই এই ধস। ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা দ্রুত ধসে যাওয়া অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে।

এদিকে ধসের কারণে শুধু রেল প্রকল্পই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও। রবিবার রাত থেকেই ওই সড়কে একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকরা।

এই ঘটনার জেরে রাজ্য প্রশাসনের দায়িত্ব আরও বাড়ল—পরিবেশ ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের একাংশ এর বিরুদ্ধে আগেই সতর্ক করেছিলেন। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে—উত্তরবঙ্গের ভঙ্গুর পাহাড়ি অঞ্চলে এই ধরনের প্রকল্প কতটা নিরাপদ? আরও পড়ুনঃবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি! গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আনতে নির্দেশ মুখ্যসচিবের

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version