Friday, November 28, 2025

বিহারের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প! SIR সার্কাস নিয়ে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনী ভোটার তালিকা তৈরির নামে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। দোসর নির্বাচন কমিশন। প্রতিদিন বিহারের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যে স্বচ্ছতার দাবি জানিয়ে চলেছে দিল্লির নির্বাচন কমিশন (Election Commission), তার পিছনে যে কী ধরনের কারচুপি চলছে আগেও তা প্রকাশ্যে এসেছে। এবার এই সংশোধনীর জেরে বিহারের বাসিন্দা হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কমিশনের চাওয়া নথি জমা পড়ার পরে এর আগেও বিভিন্ন জাল বাসস্থানের শংসাপত্র (residential certificate) প্রকাশ্যে এসেছে। এবার সেই কারচুপিতেই যেভাবে ডোনাল্ড ট্রাম্প বিহারের (Bihar) বাসিন্দা হয়ে গেলেন তাতে এসআইআর প্রক্রিয়াকে সার্কাস কটাক্ষ তৃণমূলের।

এর আগে বাসস্থানের শংসাপত্র প্রকাশ্যে এসেছিল কুকুর ও ট্রাক্টরের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ধরনের নথি বাসস্থানের প্রামাণ্য হিসাবে তুলে ধরা হয়েছে বিহারে। যা নিয়ে কমিশনের কার্যকারিতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সবকিছুকে ছাপিয়ে জমা পড়তে দেখা গেল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাসস্থানের শংসাপত্র (residential certificate) জমা পড়তে। একেবারে ট্রাম্পের ছবি দিয়ে সেই শংসাপত্র তৈরি। তাতে ঠিকানা রয়েছে বিহারের (bihar) সমস্তিপুরের। তিনি ভোটার কার্ড (epic card) বানানোর জন্য এই বাসস্থানের শংসাপত্রের আবেদন করেছেন।

গোটা বিষয়টি সামনে আসতে এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কমিশনের স্বরূপ তুলে ধরে মহুয়া দাবি করেন, নির্বাচন কমিশন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন করে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তার মধ্যে প্রতিদিন এক একটি উদ্ভট উদাহরণ উঠে আসছে বিহার থেকে। এরপরেও এই এসআইআর প্রক্রিয়াকে কমিশন ইন্টেনসিভ (নিবিড়) (intensive) ও অ্য়াকিউরেট (নির্ভুল) (accurate) বলে দাবি করছে।

সেখানেই সমস্তিপুর জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদন উল্লেখ করে মহুয়ার (Mahua Moitra) কটাক্ষ, সমস্তিপুর থেকে অনলাইনে এসআইআর-এ (SIR) আবেদন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। যেখানে ছবিও ব্যবহার করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির। এতো হল একটা দুটো উদাহরণমাত্র। এভাবেই নিবিড় ভোটার তালিকা সংশোধনী চালাচ্ছেন খোদ নির্বাচন কমিশন। এই সার্কাস চলেই চলেছে নিজের গতিতে।

spot_img

Related articles

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...