Sunday, December 7, 2025

হিরোশিমায় পরমাণু বোমা বর্ষণ: বিভীষিকার ৮০ বছর

Date:

Share post:

১৯৪৫ সালের ৬ আগস্ট এই দিনটি ছিল অন্যান্য দিনের মত এক সাধারণ সোমবার। খুদেরা স্কুলে যাচ্ছিল, মানুষজন কাজে, কেউবা বাজারে। কিন্তু সময় থেমে যায় সকাল ৮টা ১৫ মিনিটে। আকাশের নীলচে চাদরে হঠাৎ ফেটে পড়ে এক ভয়াবহ বিস্ফোরণ। নাম—’লিটল বয়’ (Little Boy), ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা! ২০২৫ সালের ৬ আগস্ট, আজ সেই বিভীষিকার ৮০তম বার্ষিকী। এই দিনে বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ‘হিরোশিমা দিবস’ (Hiroshima Day), শান্তির বার্তা পৌঁছে দেওয়ার এক প্রতীকী প্রয়াস।

‘লিটল বয়’ বোমাটি পড়ার সঙ্গে সঙ্গেই হিরোশিমায় (Hiroshima) তাৎক্ষণিকভাবে প্রাণ হারান প্রায় ৭০,০০০–৮০,০০০ মানুষ। পরবর্তী কয়েক মাস ও বছরের মধ্যে মৃত্যু হয় আরও হাজার হাজার মানুষের। এখনও পর্যন্ত হিসাব অনুযায়ী, মোট প্রাণহানি ১.৪ লক্ষেরও বেশি। এই বোমার শক্তি ছিল প্রায় ১৫ কিলোটন। অনেকেই পারমাণবিক বিকিরণের প্রভাবে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগেছেন। যারা বেঁচে গিয়েছিলেন, তাঁদের ‘হিবাকুশা’ বলা হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী হিরোশিমা ও নাগাসাকির উপর বোমা ফেলার জন্য পরিকল্পনা করা হয়েছিল ‘অপারেশন অর্ডার নং ৩৫’ নামে সামরিক নির্দেশনায়। ফলে এর সামরিক কোড নাম ছিল ‘Operation Order No.35’। এই আদেশে ৫ আগস্ট, ১৯৪৫-এ ‘এনোলা গে’কে বোমা ফেলার অনুমতি দেওয়া হয়।

এই নির্মম দিনটিতে শান্তি স্থাপনের জন্য হিরোশিমার কেন্দ্রস্থলে অবস্থিত ‘হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক’ তৈরি করা হয়েছিল। এই পার্ক আজও সেই ইতিহাস বহন করে চলেছে। প্রতি বছর ৬ আগস্ট এখানে অনুষ্ঠিত হয় নীরবতা পালন, কাগজের অরিগামি ক্রেন উৎসর্গ, মোমবাতি মিছিল ও স্মৃতিচারণ সভা। এই বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। আন্তর্জাতিক বক্তৃতায় উঠে আসে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিশ্বশান্তির প্রয়োজনীয়তা। আরও পড়ুনঃ বিহারের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প! SIR সার্কাস নিয়ে কটাক্ষ তৃণমূলের

spot_img

Related articles

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায়...

আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠলো কানাডাও!

উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake in Alaska) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০।...