আরামবাগ থেকে ঘাটাল যাওয়ার পথে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল বীরসিংহ গ্রাম। মঙ্গলবার এই পথে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গ্রামের কাছে পৌঁছন, তখন তাঁকে এক ঝলক দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। ছোটো থেকে বড়—সব বয়সের মানুষ তাঁকে দেখতে মুখিয়ে ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেক স্কুলপড়ুয়াও, কেউ বা স্কুলের ইউনিফর্মেই। এই দৃশ্য দেখে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, গ্রামবাসীদের সঙ্গে আলাপ জমে ওঠে।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে উপহার দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি। উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান। মূর্তিটি হাতে নিয়েই তিনি রওনা হন ঘাটালের দিকে। এমন আন্তরিকতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী ও গ্রামবাসীদের মিলন আরও একবার প্রমাণ করল—নেতা ও জনতার সম্পর্ক শুধুই রাজনৈতিক নয়, তা হৃদয়েরও।
আরও পড়ুন- দলনেত্রীর নির্দেশ মেনেই কর্মসূচি চালিয়ে যেতে হবে: ভার্চুয়াল বৈঠকে বার্তা সুব্রত বক্সির
_
_
_
_
_
_
_
_
_
_
_
_