Thursday, August 21, 2025

SIR আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, ভাগাভাগির বিরুদ্ধে লড়াইয়ের শপথে কাকাবাবুকে শ্রদ্ধা বিমান-সেলিমদের

Date:

বহিরাগত ধরা নামে মানুষের মধ্যে ‘SIR’ আতঙ্ক তৈরি করছে বিজেপি। CPIM সবার বাড়ি যাবে, সব মানুষের সঙ্গে কথা বলবে। ভাগাভাগির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিলেই কাকাবাবুকে শ্রদ্ধা জানাতে পারব। তৃণমূলের দেখানো পথে হেঁটেই মঙ্গলবার মহাজাতি সদনে মুজফ্‌ফর আহমেদের জন্মদিবসেরর অনুষ্ঠানে শপথ সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Selim)। বামফ্রন্টের চেয়ারম্যান প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর কথায়, কাকাবাবুকে সম্মান জানাতে চাইলে, নিজের এলাকায় মানুষকে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলুন।

এদিন সিপিএমের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক, স্বাধীনতা সংগ্রামী মুজফ্‌ফর আহমেদের ১৩৭তম জন্মদিবস পালিত হয়। অনুষ্ঠানে বিমান, সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রামচন্দ্র ডোম, কনীনিকা ঘোষ, শ্রীদীপ ভট্টাচার্য, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতৃত্ব। অনুষ্ঠানে মুজফ্‌ফর আহমেদ পুরস্কার দেওয়া হয়েছে সুকুমার আচার্য, তপন মিশ্র এবং গোবিন্দ পিল্লাইকে। পুরস্কারের অর্থ জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের তহবিলে দান করেন তপন মিশ্র। মুজফ্‌ফর আহমেদ পাঠাগারের ওয়েবসাইট উদ্বোধন করেন বিমান বসু। সিপিআইএম রাজ্য কমিটির নতুন রূপের ওয়েবসাইট উদ্বোধন মহম্মদ সেলিম।

মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন সেলিম। বলেন, মহারাষ্ট্রে কমিশনকে ব্যবহার করে ভোট কারচুপি হয়েছে। তা নিয়ে সব বিরোধীরা একজোট। তাঁর অভিযোগ, ‘এসআইআর’ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেলিমের কথায়, আরএসএস-বিজেপি বলছে ‘পানি’ মুসলিম শব্দ। অথচ এই শব্দ এসেছে সংস্কৃত থেকে। উত্তর ভারতে সবাই জলকে ‘পানি’ই বলে। আসল সমস্যা হল, জল কিনে খেতে হচ্ছে বোতলে, কারণ বিশুদ্ধ পানীয়জল বিজেপির সরকার দিতে পারছে না। বামপন্থীরা তা নিয়ে প্রশ্ন তোলে। দক্ষিণপন্থীরা ‘পানি’ না ‘জল’ তা নিয়ে বিভাজন করে- এখানেই রাজনীতির ফারাক।

সেলিম বলেন, কাকাবাবু আজীবন শিখিয়েছেন কীভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আসলে খাদ্য-বস্ত্র-বাসস্থানের লড়াইকে দুর্বল করতে বিভাজনের চক্রান্ত করা হচ্ছে। গত বিধানসভায় মোদি বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকাবেন। তখন বলেননি বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হবে।

কাকাবাবু মুজফ্‌ফর আহমেদের কথা স্মরণ করে বিমান বসু বলেন, বাংলায় কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার কাজে প্রধান ভূমিকা নিয়েছিলেন মুজফ্‌ফর আহমেদ। সাম্রাজ্যবাদ বিরোধী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন সমানভাবে সংগঠিত করেছেন তিনি। কাকাবাবুকে সম্মান জানাতে চাইলে, নিজের এলাকায় মানুষকে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলুন।

আরও পড়ুন- বিদ্যাসাগরের মূর্তি উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী, রাস্তাতেই স্কুলপড়ুয়াদের সঙ্গে কথোপকথন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version