ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা অবস্থায় দুই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন।মুখ্যসচিবের উদ্দেশে লেখা এক চিঠিতে সংগঠন জানিয়েছে, সংশ্লিষ্ট দুই অফিসার কোনও অসৎ উদ্দেশ্যে কাজ করেননি। বরং তাঁরা কঠিন পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের সাসপেনশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন।
৫ আগস্ট কমিশনের নির্দেশ অনুযায়ী দুই অফিসারকে বরখাস্ত করা হয়। সংগঠনের দাবি, এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর এবং প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করা অফিসারদের মনোবলে আঘাত করছে। চিঠিতে বলা হয়েছে, আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তবে কোনও অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁর কর্মজীবনের রেকর্ড ও বাস্তব পরিস্থিতি বিচার করা উচিত। তাদের মতে, যদি কোনও প্রক্রিয়াগত ত্রুটি থেকেও থাকে, তাও তা ইচ্ছাকৃত ছিল না। এমন সংবেদনশীল সময়ে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে প্রশাসনিক পরিবেশকে বিপর্যস্ত করতে পারে। সংগঠন মুখ্যসচিবকে অনুরোধ করেছে, তিনি যেন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সাসপেনশন আদেশ পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান। চিঠিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, “ন্যায়, সহানুভূতি ও সুবিচারের ভিত্তিতেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়— এটাই প্রত্যাশা।
এদিকে, কমিশন সূত্রের খবর, অভিযুক্ত দুই আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিত কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য যাচাই এবং সংশোধনের সময় তাঁরা নিয়ম ভেঙেছেন বলেও অভিযোগ। সেই কারণেই কমিশন শুধু সাসপেনশন নয়, তাঁদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নিয়েছে। ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলে এখন চর্চা, কমিশন তার সিদ্ধান্তে অনড় থাকবে, না কি ব্যাখ্যা বিবেচনা করে নতুন করে ভাববে পদক্ষেপ।
আরও পড়ুন- জাস্ট পিঁপড়ের মতো ওড়াব! বিজেপির ‘মালপোয়া’ নেতাকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
_
_
_
_
_
_
_
_
_
_
_