Tuesday, November 4, 2025

রান্না ও পোশাক নিয়ে মন্তব্য ‘নিষ্ঠুরতা’ নয় : বোম্বে হাই কোর্ট! বাতিল স্বামীর বিরুদ্ধে FIR

Date:

Share post:

‘স্ত্রীর রান্না বা পোশাক নিয়ে স্বামীর মন্তব্যে সাধারণ ঝগড়া হতেই পারে, কিন্তু তা দাম্পত্য ‘নিষ্ঠুরতা’ (Cruality) প্রমাণ করে না’—এমনই মন্তব্য করলো বোম্বে হাই কোর্ট (Bombay High Court)। সম্প্রতি এই মর্মে এক স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪৯৮এ ধারার মামলার FIR বাতিল করেছে বোম্বে হাই কোর্ট। এই মামলায় স্ত্রী অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন শুরু করেন। ‘রান্না ভালো নয়’ বা ‘সঠিক কাপড় পরেন না’—এমন মন্তব্যে অপমান করা হয়। এছাড়াও ১৫ লাখ টাকা দামের ফ্ল্যাট কেনার দাবিও করা হয়েছিল বলে অভিযোগ।

কিন্তু বিচারপতি নিতিন সাম্ব্রে ও বিচারপতি সোমেশ গোসাভি-র ডিভিশন বেঞ্চ এই মামলা পর্যবেক্ষণ করে বলেন, “এই ধরনের মন্তব্য অনেক সময় পারিবারিক জীবনে হয়। এগুলিকে কঠিন নির্যাতনের পর্যায়ে ফেলা যায় না।” আদালতের মতে, ৪৯৮এ ধারার অপব্যবহার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যেখানে সম্পর্ক খারাপ হলে একপাক্ষিকভাবে অতিরঞ্জিত অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, এই দম্পতির বিয়ে হয় ২০২২-এর ফেব্রুয়ারিতে। অভিযোগ অনুযায়ী, মার্চ মাসের মধ্যেই স্ত্রী নিজের বাপের বাড়ি ফিরে যান এবং স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ ছিল, স্বামী আগে থেকেই মানসিক অসুস্থ, কিন্তু তা গোপন করে বিয়ে করেছিলেন। বিবাহের পরেই স্ত্রীর ওপর বিভিন্ন দাবি চাপানো হয়। তবে তদন্তে উঠে আসে, স্বামী বিয়ের আগে থেকেই নিজের চিকিৎসার বিষয় স্ত্রীকে জানিয়েছিলেন এবং স্ত্রী নিজেও বিষয়টি জেনেই বিবাহে সম্মত হন। পুলিশ চার্জশিটেও নির্দিষ্টভাবে নির্যাতনের কোনও তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষণ করার পর মামলা বাতিল করে বোম্বে হাই কোর্ট। আরও পড়ুনঃ আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...