বাঙালির পছন্দের গোয়েন্দা চরিত্র ফেলুদা-ব্যোমকেশ-সোনাদা হোক কিংবা সাহসী পুলিশ অফিসার সব চরিত্রে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেন ইন্ডাস্ট্রির ভালো ছেলে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এবার পুজোতে মুক্তি পেতে চলেছে তাঁর সিনেমা রক্তবীজ ২ (Raktabeej 2)। টিজার দেখার পর থেকেই অফিসার পঙ্কজকে নিয়ে আগ্রহ বাড়ছে। তবে সিনেপর্দায় যাই হোক না কেন ব্যক্তিগত জীবনের মতো ইন্ডাস্ট্রিতেও তিনি সবসময়েই বিতর্কের উর্দ্ধে থাকেন। কিন্তু তাই বলে কি সত্যিই আবিরকে নিয়ে কারোর কোনও সমস্যা নেই? জানলে অবাক হবেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বনাম আবির চট্টোপাধ্যায় ঝগড়া নিয়ে অভিনেতা নিজেই মুখ খুললেন।

সৃজিতের সঙ্গে একসময়ের মতবিরোধ নিয়ে আবিরকে প্রশ্ন করতে জানা গেল সমস্যার সূত্রপাত মূলত ‘রাজকাহিনী’ (Rajkahini) ছবির সময়ে। সৃজিতের একাধিক ছবির মূল বিষয়জুড়েই থাকে আবির। কিন্তু সেই সৃজিতের সামনেই তাঁর রাজকাহিনীর সমালোচনা করেছিলেন আবির। তাতেই নাকি গোঁসা হয় পরিচালকের। আবির ঝগড়া নিয়ে বলেই ফেললেন, ‘ইদানিং আমরা বড় হয়েছি। বুড়ো হয়েছি বলা ভালো। ম্যাচিওর হয়েছি। পরে দরকার হলে আবার ঝগড়া করব। এখন করছি না।’ তিনি বলেন, ‘আমার মনে হয় রাজশাহী রাজকাহিনীর স্ক্রিপ্ট বুঝতে আমার সমস্যা হয়েছিল। আমি চাইলেই সেটা এড়াতে পারতাম। আমার ছবিটা ভাল লাগেনি। সেটা নিয়ে আমাদের ঝগড়াটা শুরু হয়। ওকে সরাসরি বলেছিলাম, ভালো লাগেনি ছবিটা।’ আবির জানান যে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এক্স = প্রেম তাঁর ভালো লেগেছিল। সেটা নিজেই ফোন করে তিনি জনিয়েছিলেন তিনি। আবির বলেন, ‘ওটা দেখে আমার মনে হয়েছিল, যেই সৃজিত মুখোপাধ্যায়কে আমি চিনি, সেই সৃজিত মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি।’তবে আবির স্পষ্ট বুঝিয়ে দিলেন মতবিরোধ থাকলেও, মনোমালিন্য কিন্তু একেবারেই নেই। কোনও ভুল বোঝাবুঝি আগে তৈরি হলেও, তার থেকে তিনি বেরিয়ে এসেছেন। তাই খুব সহজেই এই বিষয়ে এখন কথা বলতে পারেন তিনি।

আরও পড়ুন – দিল্লিতে ভারী বৃষ্টির জের! দেওয়াল ধসে মৃত দুই শিশুসহ ৭

_

_

_

_

_

_

_
_
_
_
_


