এক সপ্তাহও হয়নি, খোলা মুখ ম্যানহোলে শিশুর পড়ে যাওয়ার ঘটনায় নজর কেড়েছিল রাজধানী দিল্লি। তাতেও যে দিল্লির বিজেপির সরকারের হুঁশ ফেরেনি ফের স্পষ্ট হল শনিবার। এবার ম্যানহোলের (manhole) ঢাকনা ভাঙা থাকায় নিকাশি নালায় পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। কেন্দ্রের মোদি সরকারের আমলে সম্প্রতি রাজধানী দিল্লি দেখেছে চাণক্যপুরির মতো হাই সিকিউরিটি জোনে (high security zone) সাংসদের হার ছিনতাই। এবার একের পরে এক শিশুর প্রাণের সঙ্গে ছিনিমিনি খেলা শুরু বিজেপির প্রশাসনের।

শনিবার সকালে দিল্লির খেরা কুর্দ এলাকায় প্রবল বর্ষায় একটি শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। প্রবল বর্ষায় শনিবার সকাল থেকেই জল জমেছিল। সেই সময় জলের মধ্যেই খেলা করছিল আড়াই বছরের শিশুটি। আচমকাই রাস্তার মাঝখানে একটি ম্যানহোলে (manhole) ঢুকে যায় সে। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দমকল বিভাগে খবর দেয়। দমকল কর্মীরা নিকাশি নালা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাখি পরিয়ে মহামিছিল: বাংলা বিরোধী বিজেপির অত্যাচারের মুখোশ খুলল বাংলা পক্ষ

এরপরই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। দেখা যায়, ম্যানহোলটির ওই অংশটি ভাঙা ছিল। যদিও চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রবাদের মতো শিশু মৃত্যুর পর এলাকায় ম্যানহোলের রক্ষণাবেক্ষণ নিয়ে তৎপর হয়েছে বিজেপির রেখা গুপ্তা প্রশাসন।

–

–

–

–
–

–
