Wednesday, December 10, 2025

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায় ৫,০৮০ জন নার্স নিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি ৬২১ জন সহকারী অধ্যাপকও নিয়োগ হবে। মূলত গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই নতুন নিয়োগপ্রাপ্তদের পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গেছে। এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

সহকারী অধ্যাপক পদে নিয়োগ হবে বিভিন্ন শাখায়— কার্ডিয়াক, সি টি ভি এস, ইএনটি, প্লাস্টিক সার্জারি, চেস্ট মেডিসিন, ইউরোলজি ও সংক্রামক রোগ বিভাগে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন বাড়লেও শিক্ষক-ছাত্র অনুপাতের ভারসাম্য রাখতে পর্যাপ্ত শিক্ষক নেই বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। জেলার মেডিক্যাল কলেজগুলিতে শূন্যপদ শহরের তুলনায় বেশি।এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission) সম্প্রতি জানিয়েছিল, সারা দেশেই মেডিক্যাল কলেজে শিক্ষক ঘাটতি রয়েছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। নতুন মেডিক্যাল কলেজগুলির জন্যও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার কথা এনএমসি উল্লেখ করেছে। সেদিক থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

spot_img

Related articles

ইন্ডিগো-র সিইও-কে এতদিনে তলব GDCA-র! মাঠে নেমে তদন্তে আধিকারিকরা

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে।...

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন...

উদয়-অনামিকার দাম্পত্যে ভাঙ্গন! টলিপাড়ার চর্চায় টেলিপর্দার রিয়েল লাইফ জুটি 

বছর শেষেই কি আরও এক বিচ্ছেদের খবর আসতে চলেছে টলিপাড়ায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সোশ্যাল...

মেসিকে নিয়ে মোহনবাগানের অভিনব ভাবনা, উপহার তালিকায় থাকছে বিশেষ চমক

মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi)। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফর,  কিন্তু তাতেই...