গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায় ৫,০৮০ জন নার্স নিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি ৬২১ জন সহকারী অধ্যাপকও নিয়োগ হবে। মূলত গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই নতুন নিয়োগপ্রাপ্তদের পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গেছে। এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

সহকারী অধ্যাপক পদে নিয়োগ হবে বিভিন্ন শাখায়— কার্ডিয়াক, সি টি ভি এস, ইএনটি, প্লাস্টিক সার্জারি, চেস্ট মেডিসিন, ইউরোলজি ও সংক্রামক রোগ বিভাগে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন বাড়লেও শিক্ষক-ছাত্র অনুপাতের ভারসাম্য রাখতে পর্যাপ্ত শিক্ষক নেই বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। জেলার মেডিক্যাল কলেজগুলিতে শূন্যপদ শহরের তুলনায় বেশি।এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission) সম্প্রতি জানিয়েছিল, সারা দেশেই মেডিক্যাল কলেজে শিক্ষক ঘাটতি রয়েছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। নতুন মেডিক্যাল কলেজগুলির জন্যও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার কথা এনএমসি উল্লেখ করেছে। সেদিক থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

spot_img

Related articles

লক্ষ্য ২০৪৭! উন্নয়ন ও বলিষ্ঠ অর্থনীতিই লক্ষ্য ‘উড়ান’-এর

নয় বছর পূর্ণ করল ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্প 'উড়ান' (UDAN)। বিমানবন্দরের সংখ্যা ২০১৪ সালে ৭৪ থেকে ২০২৫ সালে...

বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

ভোটার তালিকা সংশোধনের নামে SIR নিয়ে ছেলেখেলা হচ্ছে। নাগরিকত্ব নির্ণয় করা নির্বাচন কমিশনের কাজ নয়। বাংলার মানুষকে রোহিঙ্গা...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: শীঘ্র খুলবে দুধিয়া সেতু, জানাচ্ছে প্রশাসন

দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান...

থামল লুনার সওয়ারি: শেষ হল অ্যাডম্যান পীযুশ পাণ্ডের ফেভিকলের সফর

খবরের কাগজে বিজ্ঞাপন থেকে অডিও ভিস্যুয়াল বিজ্ঞাপনে যখন পাড়ি দিয়েছিল আমাদের দেশের বিজ্ঞাপনীমহল, তখন নিজে হাতে ধরে সেই...