ফাঁকা সংসদে আয়কর বিল (Income Tax Bill) পাশ করে নিল কেন্দ্রের মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) পেশ করা বিল ধ্বনি ভোটে সোমবার পাশ হল সংসদের নিম্নকক্ষে। আদতে সেই সময় বিলের বিরোধিতা করার জন্য কোনও স্বর উপস্থিত ছিল না। কারণ বিরোধী সাংসদরা শান্তিপূর্ণ নির্বাচন কমিশন (Election Commission) অভিযান করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে বন্দি হয়ে থানায় ছিলেন।
শুক্রবারই ২০২৫-এর ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রীর পেশ করা আয়কর বিল প্রত্যাহার করে নিয়েছিল। সেই বিলে সিলেক্ট কমিটির সব কটি সুপারিশ গ্রহণ করে নতুন বিল পেশ হয় বলে জানানো হয় কেন্দ্রের তরফে। সোমবার সেই নতুন বিলই পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শাসকদল বিজেপির সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি ২৮৫টি সংশোধন অনুমোদন করেছিল। সবই সোমবারের পেশ করা বিলে ছিল বলে দাবি অর্থমন্ত্রীর।
আরও পড়ুন: দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যেভাবে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে বের করে সব বিল ও আইন পাশ করিয়ে নেওয়ার মতোই আবার স্বৈরাচারী চাল বিজেপির। ফলে সোমবার কোনও বিতর্ক ছাড়া লোকসভার (Loksabha) ধ্বনি ভোটে পাশ আয়কর বিল (Income Tax Bill)।
–
–
–
–
–
–