বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

Date:

Share post:

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুই জেলার ক্ষেত্রেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধিদের থাকতে হবে। একই সঙ্গে এই কর্মসূচি-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্পগুলির নিরবচ্ছিন্ন প্রচার করতে হবে বুথে-ব্লকে-অঞ্চলে-জেলায়। সোমবার, দুই জেলার বিধানসভা ধরে লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়। যেসব জায়গায় দল পিছিয়ে আছে তার পুঙ্খানুপুঙ্খ চর্চা চলে। বিজেপি যেখানে জিতেছে সেখানে কোনও কাজ হয়নি।

বাংলা-বিরোধী এই দলটার দ্বিচারিতা ও বাংলার প্রতি বঞ্চনাকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে আপনারা ভোট দিয়ে এদের জিতিয়েছেন। আর জেতার পর আপনাদেরই পেটে লাথি মেরেছে। হকের টাকা বন্ধ করেছে। সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত রাজ্য সভাপতি সুব্রত বক্সিও একাধিক পরামর্শ ও নির্দেশ দিয়েছেন দুই জেলার নেতৃত্বকে। এ ছাড়াও বুথস্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠকে নেতৃত্বকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন, মাসে দুটি বুথ কমিটির বৈঠক করতে হবে। জেলায় দলের সমস্ত শাখা সংগঠনগুলির পাশাপাশি ব্লক ও টাউন সভাপতি পরিবর্তন ও পরিমার্জনের বিষয়েও দীর্ঘ আলোচনা হয়। জেলা নেতৃত্বের তরফে বেশ কিছু নাম প্রস্তাব করা হয়। খুব শীঘ্রই চূড়ান্ত তালিকার নাম রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করবে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে হয়রানির সম্মুখীন পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাঙালি বিদ্বেষ ও এসআইআর নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে জেলায়-অঞ্চলে-ব্লকে-বুথে আন্দোলন-প্রতিবাদ কর্মসূচি করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকে দফতরে উত্তর দিনাজপুরের মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, বিধায়ক হামিদুর রহমান, কৃষ্ণ কল্যাণী, মোশারফ হোসেন, গৌতম পাল, আব্দুল করিম চৌধুরী, মিনহাজুল আরফিন আজাদ-সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।

spot_img

Related articles

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...