Thursday, November 6, 2025

শুধু IC-OC নন, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিবের ডাকা জেলাশাসকদের বৈঠকে হঠাৎই হাজির হন তিনি। প্রায় আধঘণ্টা বৈঠকে থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পের প্রচার এবং মানুষের সুবিধা নিশ্চিত করতে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

গত কয়েক দিনে তিনটি খুনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন—শুধুমাত্র থানার আইসি (IC) বা ওসিদের (OC) ওপর আইন-শৃঙ্খলার দায়িত্ব দিয়ে চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে। খুনের মতো গুরুতর অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও প্রত্যক্ষ তদারকি করতে হবে বলে নির্দেশ দেন তিনি।

প্রকল্পের প্রচার আরও বাড়ানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, তা সাধারণ মানুষকে জানানো, মানুষের সুবিধা হবে এমন জায়গায় ক্যাম্প আয়োজন, মন্ত্রী ও সিনিয়র অফিসারদের মধ্যে বণ্টন করা দায়িত্ব সঠিকভাবে পালন এবং সমস্যার দ্রুত সমাধানে লোকেশনভিত্তিক নজরদারির নির্দেশ দেন তিনি।

এছাড়া, বহু পরিযায়ী শ্রমিক (Migrant Worker) রাজ্যে ফিরছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন—শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে সহায়তা, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু-সহ সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে হবে। এই কাজের জন্য বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।

বৈঠকে উপস্থিত জেলাশাসক, এসপি ও সিপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version