রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে, সোমবারের বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন মেলে। সরকারি সূত্রের খবর, পুনরায় শুনানি দফতরে ২৩টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব গৃহীত হয়েছে। বিচার দফতরেও তৈরি হবে আরও ২২টি পদ। স্বাস্থ্য দফতরের অধীনে এসএসকেএম হাসপাতালের জন্য সৃষ্ট হচ্ছে ১২২টি নতুন স্থায়ী পদ।

এছাড়া, স্বাস্থ্য দফতরের আওতায় ‘ই-মোবাইল মেডিকেল ইউনিট’-এর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে আরও ৪৬৪ জন কর্মীর— যার মধ্যে থাকবেন অ্যাটেনডেন্ট ও গাড়িচালক। মন্ত্রিসভার এক সদস্যের বক্তব্য, নতুন পদ সৃষ্টির ফলে পরিষেবা আরও গতিময় হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন – ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

_

_

_

_

_
_

_

_