মিঠুন-কুণাল: একে অপরকে মানহানির নোটিশ, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের

Date:

Share post:

রোজভ্যালি (Rose Valley)-সহ ৪-৫টি কিছু চিটফান্ডের সঙ্গে যোগ ছিল বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অভিযোগ করলেন তাঁকে কুকথা বলে আক্রমণ করেন মিঠুন। এই নিয়ে মিঠুনকে মানহানির মামলার নোটিশ পাঠান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পাল্টা কুণালকেও মানহানির নোটিশ দিয়েছেন বিজেপি নেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল জানান, তিনি চান মামলা আদালতে উঠুক। তিনি মিঠুনের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইবে।

গত ২৮ জুলাই রোজভ্যালিতে বিজেপি নেতা মিঠুনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, “রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি। শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বের চুক্তি। সই মিঠুনদা এবং তাঁর স্ত্রী যোগিতা চক্রবর্তীর।” প্রশ্ন তোলেন, কত টাকা পেয়েছিলেন মিঠুন? তিনি কি সেই টাকা ফেরত দিয়েছেন? এত প্রমাণ থাকার পরেও কেন কেন্দ্রীয় এজেন্সি তাঁকে এখনও গ্রেফতার করেনি? এই মন্তব্যের পরেই মিঠুনের পক্ষ থেকে কুণালকে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। পাল্টা মানহানির নোটিশ পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীও।

এদিকে বুধবারই বাঁকুড়ার এক দলীয় সভা থেকে মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে নিশানা করে বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।” পাল্টা কুণাল বলেন, দম থাকলে নিজের দলের লোকেদের মিঠুন বলুন, এই সব প্রকল্পের টাকা না নিতে। একই সঙ্গে কুণাল বলেন, তিনি চান মামলা আদালতে গড়াক। সেখানে তাঁর অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হবে।
আরও খবর: কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

spot_img

Related articles

উৎসবের মরশুমে ফের ডিভিসির জলছাড়ায় চিন্তা দক্ষিণবঙ্গে

উৎসবের মৌসুমে ফের জলছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকেই মাইথন ও পাঞ্চেত—দুই জলাধার মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক জল...

দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে

পুজোর গন্ধ সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে পৌঁছে গিয়েছে মার্কিন মুলুকে। সে গন্ধের আরও কিছুটা সুবাস ছড়াতে মহানবমীতে...

সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে অশান্তির ঘটনায় তদন্ত নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। একই...

শুভেন্দু-অমিতাভের লবির ঠেলায় রাজ্য কমিটি গঠন করতে হিমশিম খাচ্ছেন শমীক!

ছাব্বিশের নির্বাচনের আগে দল গোছাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)। এই...