রাজ্যে বৃহৎ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের মান উন্নত করতে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের জন্য আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সরকারি নির্দেশ অনুযায়ী, এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করবে ভারতীয় মানক সংস্থা (বিস)।সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্প ব্যবস্থাপনায় মানদণ্ড প্রতিষ্ঠা, ভূমি-ভিত্তি ও ভূতাত্ত্বিক অন্বেষণের সঠিক নীতি প্রয়োগ এবং মেসনারি, আরসিসি ও স্টিলের সঠিক নির্মাণ অনুশীলন প্রতিস্থাপন— এই তিনটি মডিউলকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য, বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলিতে গুণগত কাজ নিশ্চিত করা এবং নিরাপত্তার চাহিদা পূরণ করা।
প্রশাসনের মতে, সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে বড় নির্মাণ প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নকশা থেকে শুরু করে মাটির তলা পর্যন্ত প্রতিটি ধাপে মান বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। প্রশিক্ষণ শেষে প্রকল্প বাস্তবায়নে তাত্ত্বিক ও প্রযুক্তিগত দিক সমন্বিত করে কার্যক্রম দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও রক্ষণাবেক্ষণে গুণগত মানও বৃদ্ধি পাবে। প্রশাসনের আশা, এই ধরনের নিয়মিত সংবেদনশীলতা কর্মশালা ভবিষ্যতে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরও পড়ুন- কেন এফ আই আর করা হয়নি! কমিশনকে বুঝিয়ে এলেন পন্থ
_
_
_
_
_
_
_
_