Wednesday, August 20, 2025

বালুচিস্তান বাহিনীকে সন্ত্রাসবাদী ঘোষণা ট্রাম্পের! পাল্টা ‘শান্তির দূতে’র মুখোশ খুললেন নেতা

Date:

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফের একবার এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশের উপর কর্তৃত্ব করা শুরু করল আমেরিকা। যার সরাসরি প্রভাব পড়া শুরু হল স্বাধীনতার আন্দোলন চালানো বালুচিস্তানে (Balochistan)। প্রদেশের মূল যোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করে দিল আমেরিকা। পাল্টা পাকিস্তানের শোষণে নিজেদের দুরবস্থা তুলে ধরলেন বালুচিস্তান লিবারেশন আর্মির নেতা মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)।

পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খনিজ সম্পদ সংগ্রহ করতে হবে। কিন্তু সেই সম্পদ রয়েছে বালুচিস্তানে। ফলে যে কোনও ভাবে বালুচিস্তানে চলতে থাকা স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে বদ্ধপরিকর আমেরিকা। বালুচিস্তানের উপর আঘাত হানার আগেই বালোচ লিবারেশন আর্মি-কে (BLA) বিচ্ছিন্নতাবাদী শক্তি বলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের (Pakistan) থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসা বালোচ লিবারেশন আর্মিও পাল্টা পাকিস্তানের অরাজকতার মুখোশ খুলে দিল। বাহিনীর প্রধান মীর ইয়ার বালোচ দাবি করেন, ৭৭ বছর ধরে রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের শিকার বালুচিস্তান। সেই সন্ত্রাসের মধ্যে যেমন অর্থনৈতিক শোষণ রয়েছে তেমনই তেজস্ক্রিয় বিকিরণে স্থানীয় নাগরিকদের অসুস্থতা এবং তা থেকে রাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়ার দাবিও করেন মীর।

বরাবর পাকিস্তানকে অর্থের জোরে নিজেদের দলে টেনে রাখা আমেরিকার ইতিহাসেই লেখা। একসময় এই পাকিস্তানেই ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বীজ বুনেছিল আমেরিকা। বিএলএ (BLA) বাহিনীর তরফ থেকেও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের উদাহরণ হিসাবে ওসামা বিন লাদেনের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরা হয়। তবে শুল্কযুদ্ধ চলাকালীন পাকিস্তানকে হাতিয়ার করে ফের একবার বালোচিস্তানের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার পথে আমেরিকা।

আরও পড়ুন: বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

মীর ইয়ার বালোচ পাকিস্তানের সন্ত্রাসবাদের উদাহরণ দিতে বাংলাদেশের উপর শোষণের ইতিহাস থেকে লাদেনের মতো সন্ত্রাসবাদীকে আশ্রয়ের প্রসঙ্গ তোলেন। কার্যত বিএলএ নেতার প্রশ্নের কোনও উত্তর নেই ট্রাম্পের কাছে। ট্রাম্প যে গোটা বিশ্বের নিজেকে শান্তির দূত ও নোবেল শান্তির দাবিদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন, তা কতটা ভনিতা, স্পষ্ট করে দিলেন বালোচ নেতা। ট্রাম্প সমর্থন করছেন সেই দেশকে যারা কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, চোখে আঙুল দিয়ে দেখালে মীর ইয়ার বালোচ।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version