৭৮তম স্বাধীনতা দিবসে রাজ্যের জন্য বিশেষ সম্মান। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণায় ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পাচ্ছেন পশ্চিমবঙ্গের ১৫ জন পুলিশকর্মী। দীর্ঘ কর্মজীবনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপই এই পদক প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছেন—কলকাতার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী, এ সি পি দেবাংশু দাশগুপ্ত, ইনস্পেক্টর কোহিনূর রায়, এসআই স্বপনকুমার রায়, এসআই সুব্রত সেন, এএসআই শুভময় মিত্র, এসআই আনন্দ মণ্ডল, কনস্টেবল স্বরূপ বসাক, এএসআই আসমানারা বেগম, কনস্টেবল মানিক বড়ুয়া, এএসআই মহম্মদ আফতার হোসেন ও এসআই রাজীব দাস। এই তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত আইপিএস ত্রিপুরারি অথর্বও।

চলতি বছর সারাদেশে মোট ১,০৯০ জন এই স্বীকৃতি পাচ্ছেন—২৩৩ জন গ্যালান্ট্রি মেডেল, ৯৯ জন প্রেসিডেন্ট মেডেল ও ৭৫৮ জন মেরিটোরিয়াস সার্ভিস পদক। কেন্দ্রের সম্মানের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও পুলিশকর্মীদের সম্মান জানানো হবে। এ বছর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন আইজি (মালদা রেঞ্জ) দীপনারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ ও দেবস্মিতা দাস। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পাচ্ছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোঁরেন।

আরও পড়ুন- বাংলাকে অপমান মানে দেশকে অপমান! কন্যাশ্রী দিবসে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_
_