রাতে ভালো করে ঘুম হয়নি। সকালের আলো ফোটার আগেই স্নান সেরে তৈরি মফস্বলের বছর উনিশের কিশোরী। গন্তব্য কলকাতার সাউথ সিটি মল। একই অবস্থা দক্ষিণ কলকাতার যুবকের। তিনি আবার দেব ফ্যান ক্লাবের (Dev Fan Club)সদস্য। তাই ‘গুরুর ছবি’ দেখার জন্য প্রথম দিনের প্রথম শো ছাড়া অন্য কিছু কি আর ভাবা যায়? কে বলবে এটা সপ্তাহের মাঝের এক কর্মব্যস্ত দিনের সকাল। কেউ পরেছেন ‘ধূমকেতু’ লেখা টি-শার্ট, কারোর মুখে স্লোগান “শিরায় শিরায় রক্ত/ আমরা দেবদা-র ভক্ত”। দেব-শুভশ্রী জুটির দশ বছর আগের সিনেমাকে ঘিরে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা, এটা সাম্প্রতিক অতীতে বাংলা কেন কোনও হিন্দি ছবিতেও ঘটেনি। সকাল সাতটায় সাউথ সিটি মলের আইনক্সে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত এই ছবি দেখতে আসা মানুষদের মধ্যে কারোর বয়স পঁচিশ তো, কারোর আবার পঞ্চাশ ছাড়িয়েছে। কেউ আবার এসেছেন একরত্তিকে কোলে নিয়ে। সে বেচারীর ঘুমের ঘোর কাটেনি, তাই সে আন্দাজ করতে পারছে না যে তার বাবা-মা দেব-শুভশ্রীর (DeSu) এত বড় ফ্যান যে ‘দেশু’কে একসঙ্গে দেখার জন্য তাঁদের আর তর সইছিল ছিল না। কেউ আবার অফিসে যাওয়ার আগেই প্রথম শোয়ে দেখে নিচ্ছেন বহু প্রতীক্ষিত সিনেমা। আজ সকাল থেকে মিডিয়ার ক্যামেরা থেকে রিলসের লাইমলাইটে শুধুই ‘ ধূমকেতু’ (Dhumketu) চর্চা।

প্রায় একযুগের অপেক্ষার অবসানে একসঙ্গে সিলভার স্ক্রিনে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev & Shubhashree Ganguly)। তাঁদের নামের মাঝে কোনও শব্দ জুড়ে প্রিয় জুটিকে আলাদা করতে চান না ফ্যানেরা। তাই ‘জিকো’ (জিৎ-কোয়েল জুটিকে এই নামেই ডাকা হয়) কেমিস্ট্রির পর যদি বাংলা কমার্শিয়াল সিনেমায় কেউ জুটি হয়ে উঠতে পারে তাহলে তাঁরা হলেন দেশু (দেব – শুভশ্রী)। তাই বাংলায় অগ্রিম টিকিট বুকিং-এর নিরিখে বলিউড ছবি ‘ওয়ার টু’-কে (War 2) হারিয়ে প্রথম থেকেই প্রথম স্থানে ধূমকেতু। রায়গঞ্জে এই ছবির প্রথম শো প্রদর্শিত হয়ে হয়েছে রাত ২টোতে। মধ্যরাতে হাউসফুল হল।

এরপর লক্ষ্মীবারে সকাল সকাল কলকাতায় প্রথম শো শুরু হতেই দেখা গেল পুরনো রেকর্ড ভেঙ্গে বক্স অফিসের সফলতার নতুন রেকর্ড প্রিয় জুটিকে উপহার দিতে তৈরি দেব- শুভশ্রী ফ্যানেরা। আজকের সিনেমা হলে ধূমকেতু দেখার বিশেষ আকর্ষণ ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবির টিজার। দেবের (Dev) পুজোর ছবির প্রথম ঝলক আগেই নজর কেড়েছে। এবার শিবু-নন্দিতা জুটির ‘রক্তবীজ ২’- এর সঙ্গে পাল্লা দিয়ে টক্কর দেওয়ার পাশাপাশি অনুরাগীদের ভালবাসার উপহার হিসেবে আজ সব সিনেমা হলে ‘ধূমকেতু’ (Dhumketu) শুরুর আগে রঘু ডাকাতের টিজার দেখানো হবে, যা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ্যে আসবে শুক্রবার।

এই মুহূর্তে সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘ধূমকেতু ‘। এক ঝলক উঁকি দিতেই দেখা গেল দর্শকের কান ফাটা চিৎকার আর বিভোর হয়ে দেব-শুভশ্রীর অনস্ক্রিন ভালবাসায় মজে থাকার দৃশ্য। আপাতত অপেক্ষা কখন সিনেমা শেষ হবে আর নিজেদের প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কলকাতার ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’য়ের সিনেপ্রেমীরা।

–

–

–

–

–

–

–