মাঝপথে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

রেলের দায়িত্বজ্ঞানহীনতার আরও এক ছবি প্রকাশ্যে। এবার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেল পদাতিক এক্সপ্রেসের (Padatik Express)। ঘটনার জেরে ক্ষুব্ধ সফররত যাত্রীরা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও ওই ট্রেনে ছিলেন। তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ছেড়ে জলপাইগুড়ি রানিনগর স্টেশনে (Raninagar) পৌঁছতেই পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে সেখানেই ট্রেন দাঁড়িয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। পরে নতুন ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে যাত্রা করানো হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

যাত্রীরা বলছেন পরিষেবা নামের রীতিমতো ছেলেখেলা করছে রেল (Indian Railway)। কখনও বন্দেভারত কখনও এসি লোকালের নামে জনগণকে যতই রেলের অগ্রগতি আর উন্নয়নের ছবি দেখিয়ে বোকা বানানোর চেষ্টা হোক না কেন, আসলে যে ভারতীয় রেলের তরফে যাত্রীদের সুরক্ষা-নিরাপত্তা নিয়ে যে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তা বেশ বোঝা যাচ্ছে। এদিন রানিনগর স্টেশনে আটকে পড়া এক যাত্রী বলেন, বিনা পয়সায় তো আর নিয়ে যাচ্ছে না। তাহলে ট্রেন ছাড়ার আগেই কেন ইঞ্জিন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা হল না? যাত্রীদের কি টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে রেল? এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার তরফে কোনও উত্তর মেলেনি।

spot_img

Related articles

জেলা থেকে রাজ্য, পঞ্চমীর প্রাক্কালেই পুজো ক্যানভাসে বাঙালি উন্মাদনার জোয়ার 

বৃষ্টির পূর্বাভাসের (Rain forecast) জেরে আগেভাগে ঠাকুর দেখার যে ট্রেন্ড মহালয়া থেকে তৈরি হয়েছে, চতুর্থীর রাতে তা একেবারে...

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...