Tuesday, August 19, 2025

“বিমানদা ভালো আছেন?” মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সৌজন্যের সাক্ষী রাজভবন

Date:

Share post:

বরাবরই রাজনৈতিক সৌজন্যের দিক থেকে উদাহরণ স্থাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজনৈতিক মতাদর্শে বিপরীত মেরুর লোকেদেরও সম্মান দেন, বজায় রাখেন সৌজন্য। স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনের ঐতিহ্যবাহী চা চক্র আবার তার প্রমাণ পেল। এদিন সন্ধেয় রাজভবনে উপস্থিত হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান CPIM নেতা বিমান বসুর (Biman Basu) সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিলেন তাঁর শারীরিক পরিস্থিতির। এদিন সবার সঙ্গেই কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। তবে তাঁর জন্য নির্দিষ্ট চেয়ারে না বসে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসতে দেখা যায় মমতাকে।শুক্রবার সকালেই রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য উদযাপন শেষে বিকেলে রাজভবনে ঐতিহ্যবাহী চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, গায়িকা ঊষা উত্থুপ এবং বিশিষ্ট সাংবাদিকরা। দরজায় দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানান রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যপাল এবং তাঁর স্ত্রীর পাশে মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ যে চেয়ার ছিল সেখানে না বসে মমতা (Mamata Bandopadhyay) গিয়ে বসেন বিধানসভার অধ্যক্ষের পাশে।

কিছুক্ষণ পরে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীকে দেখে তিনি এগিয়ে যান। মমতাও উঠে দাঁড়িয়ে বিমান বসুর সঙ্গে কুশল বিনিময় করেন। জানতে চান, “বিমানদা ভালো আছেন?” বর্ষীয়ান বামনেতাকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাল্টা কুশল বিনিময় করেন বিমানও।

কিছুক্ষণ সেখানে থেকে রাজভবনের একটি অলিন্দে গিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেখানে বসেন সেখানেই ভিড় জমে যায়। সবাই তাঁর সঙ্গে কথা বলার জন্য জড়ো হন। আগাগোড়াই এদিনের অনুষ্ঠান সৌজন্যে মোড়া ছিল।

spot_img

Related articles

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে...

মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার...