Monday, November 3, 2025

প্রধানমন্ত্রী শেষমেশ শৌচালয় তৈরি করছেন! দেশে মহিলাদের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এই একটি প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই ট্রোলের শিকার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নারী হেনস্থার ছবি প্রকাশ্যে এসেছে, ধর্ষণের তালিকায় ডবল ইঞ্জিন রাজ্যের নাম উঠে আসছে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) নাকি মহিলাদের সুরক্ষা, সুযোগ -সুবিধার দিকে নজর দেন – একথাও শুনতে হবে? তাও আবার শৌচালয় তৈরির উদাহরণ দিয়ে। বলিউডের বিতর্কিত ‘কুইন’ অভিনেত্রীর চাটুকারিতার নিদর্শন সামনে আসতেই ট্রোল আর মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

কঙ্গনার সিনে ক্যারিয়ার অস্তাচলে। মান্ডি থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জেতার পর থেকে নিজের ভবিষ্য সুরক্ষিত করতে মোদি তোষামোদেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাঁর কাছে গোটা বিশ্বে যদি সবচেয়ে বড় কোনও নারীবাদী পুরুষ থাকেন তাহলে তিনি হলেন মোদিজি। তিনি ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন।’ এর পরে আরও কিছু বললেও নজর কেড়েছে কঙ্গনার এই বক্তব্য। তিনি বলেন, ‘যিনি মহিলাদের উন্নতির কথা ভাবেন, তাঁর থেকে বড় নারীবাদী আর কে হতে পারে! তাই তিনি মোদিকেই সবচেয়ে বড় নারীবাদী পুরুষ হিসেবে মনে করেন।’রাজনীতি আসার আগে থেকেই কঙ্গনা রানাওয়াত গেরুয়া পন্থী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করছেন তিনি সেটা নতুন নয়, তবে শৌচালয়ের জন্য তিনি নারীবাদী এটা বোধহয় তিনি নিজেও আশা করেন নি। সাংসদ হওয়ার পর তো এই প্রশংসার মাত্রা এতোটাই বেড়েছে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছেন তিনি। কঙ্গনার এই বক্তব্যের পর সমাজ মাধ্যমের পাতা জুড়ে ট্রোল আর মিমের সুনামিতে ভাইরাল কঙ্গনা।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version