Monday, November 3, 2025

প্রধানমন্ত্রী শেষমেশ শৌচালয় তৈরি করছেন! দেশে মহিলাদের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এই একটি প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই ট্রোলের শিকার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নারী হেনস্থার ছবি প্রকাশ্যে এসেছে, ধর্ষণের তালিকায় ডবল ইঞ্জিন রাজ্যের নাম উঠে আসছে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) নাকি মহিলাদের সুরক্ষা, সুযোগ -সুবিধার দিকে নজর দেন – একথাও শুনতে হবে? তাও আবার শৌচালয় তৈরির উদাহরণ দিয়ে। বলিউডের বিতর্কিত ‘কুইন’ অভিনেত্রীর চাটুকারিতার নিদর্শন সামনে আসতেই ট্রোল আর মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

কঙ্গনার সিনে ক্যারিয়ার অস্তাচলে। মান্ডি থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জেতার পর থেকে নিজের ভবিষ্য সুরক্ষিত করতে মোদি তোষামোদেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তাঁর কাছে গোটা বিশ্বে যদি সবচেয়ে বড় কোনও নারীবাদী পুরুষ থাকেন তাহলে তিনি হলেন মোদিজি। তিনি ক্ষমতায় এসে শৌচালয় তৈরি করেছিলেন।’ এর পরে আরও কিছু বললেও নজর কেড়েছে কঙ্গনার এই বক্তব্য। তিনি বলেন, ‘যিনি মহিলাদের উন্নতির কথা ভাবেন, তাঁর থেকে বড় নারীবাদী আর কে হতে পারে! তাই তিনি মোদিকেই সবচেয়ে বড় নারীবাদী পুরুষ হিসেবে মনে করেন।’রাজনীতি আসার আগে থেকেই কঙ্গনা রানাওয়াত গেরুয়া পন্থী ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করছেন তিনি সেটা নতুন নয়, তবে শৌচালয়ের জন্য তিনি নারীবাদী এটা বোধহয় তিনি নিজেও আশা করেন নি। সাংসদ হওয়ার পর তো এই প্রশংসার মাত্রা এতোটাই বেড়েছে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছেন তিনি। কঙ্গনার এই বক্তব্যের পর সমাজ মাধ্যমের পাতা জুড়ে ট্রোল আর মিমের সুনামিতে ভাইরাল কঙ্গনা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version