শনির সকালে হুগলির সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার মৃতদেহ পৌঁছল কল্যাণী এইমসে (Kalyani AIIMS)। সাড়ে দশটা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বেসরকারি নার্সিংহোমে তরুণী নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে রাজনীতি শুরু হয়েছে বিরোধীদের। শুক্রবার বিজেপি- সিপিএমের ‘দেহ দখলের রাজনীতি’তে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। সিঙ্গুরের নার্সিংহোমে দিপালী জানা (Dipali Jana) অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ তুলে কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি তোলেন মৃতার বাবা মা। হুগলি রুরাল পুলিশের (Hooghly Rural Police) তরফে লিখিত আবেদন জানানো হয় কল্যাণী এইমসকে। রাতেই রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে এদিন সকালে কলকাতা মেডিক্যাল কলেজ মর্গে পৌঁছে যান পুলিশের একাধিক আধিকারিকরা। সেখানে ছিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) এবং বেঙ্গল পুলিশের প্রতিনিধিরাও। ভোর থেকেই দেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সকালেই মৃতার মা-বাবাও পৌঁছে যান মর্গে। এরপর সকাল দশটা নাগাদ কল্যাণী এইমসে দেহ পৌঁছলে দ্রুত ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে সিঙ্গুর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। সিবিআই তদন্তের দাবি করছে পরিবার।
–
–
–
–
–
–
–
–
–
–