Wednesday, December 3, 2025

কুৎসাকারীদের মুখে ঝামা ঘষে কলকাতাই এখন দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি কেন্দ্র 

Date:

Share post:

অর্ণব দাস 

সালটা ১৯৯০। বাংলার মসনদে সর্বহারার মহান নেতা জ্যোতি বসু । সমগ্র ৮০-র দশক জুড়ে জঙ্গি ট্রেড ইউনিয়ন-এর বদান্যতায় একের পর এক কল-কারখানা আর জুট মিল বন্ধ করে দেওয়া স্বত্ত্বেও শুধুমাত্র বাঙালি মেধার আকর্ষণে কলকাতায় তাদের শাখা খুলতে অতি উৎসাহী ছিল বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।

কিন্তু জ্যোতি ছিলেন জ্যোতিতে (মস্তিষ্কের লোডশেডিং-এ) এবং সিপিআইএম ছিল বর্তমান সিপিআইএম-এই (পড়ুন মস্তিষ্ক মহাশূন্যতায়)। প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়ার ‘ঐতিহাসিক ভুল’ সিদ্ধান্তের পরেই বাংলার শিল্পায়নের কফিনের ওপর শেষ পেরেকটি পোতা হল মাইক্রোসফট প্রধান বিল গেটস-এর কলকাতা সফরের দিনেই। সেদিন কলকাতার রাজপথে  লাল ঝান্ডা হাতে কম্পিউটার ভেঙে মাইক্রোসফটকে কলকাতায় ব্যবসা করতে না দেওয়ার সুস্পষ্ট হুমকি বার্তা দেওয়া হয়েছিল। না, মাইক্রোসফট হাজার হাজার একর চার ফসলি জমিতে তাদের সংস্থা খুলতে চায়নি, মাইক্রোসফট কলকাতার বুকে দাম দিয়ে কয়েক বিঘে অকৃষি জমি কিনে ব্যবসা করতে চেয়েছিল, আর মাইক্রোসফট-এর পদাঙ্ক অনুসরণ করে কলকাতায় ব্যবসা করতে আসছিলো শতাধিক গ্লোবাল আইটি ব্র্যান্ড। বিশ্বের নামীদামী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি হতো হাজার হাজার বাঙালি যুবক-যুবতীর। কিন্তু সেটা হতে দেওয়া হল না, লাল ঝান্ডা আর লাল চোখের রাঙানিতে ভীত-সন্ত্রস্ত হয়ে মাইক্রোসফট-সহ একাধিক সংস্থা পাড়ি দিলো বেঙ্গালুরু-হায়দরাবাদে।

তারপর হুগলি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো অপেক্ষাকৃত ছোট শহরগুলি একের পর এক তথ্য প্রযুক্তি এবং টেলিকম সংস্থার হাত ধরে ফুলে ফেঁপে উঠতে শুরু করলো আর বাঙালি মেধার দক্ষিণমুখী যাত্রা শুরু হল।

৯০ দশকের মাঝামাঝি যখন বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, পুণে দিল্লি, এনসিআর এমনকি পড়শি রাজ্য ওড়িশার ভুবনেশ্বরে গজিয়ে উঠলো একের পর এক তথ্য প্রযুক্তি হাব, তখন কুয়োর ব্যাঙ সিপিএমের টনক নড়লো। তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

২০০০ থেকে ২০১১ পর্যন্ত সল্টলেক-এর তথ্য প্রযুক্তি হাব-এর বড় ব্র্যান্ড মাত্র চারটি- টাটা কনসালটেন্সি সার্ভিসেস, আইবিএম, উইপ্রো এবং কগনিজেন্ট। এবং তার সঙ্গে গোটা ১০-১২টি ছোটখাটো বিপিও সংস্থা। ২০০০ সালের পরের তথ্য অনুযায়ী সেই সময় সল্টলেকের সেক্টর ফাইভ-এর তথ্য প্রযুক্তি এবং বিপিও সংস্থাগুলিতে কাজ করতেন ৮-৯ হাজার মানুষ। ২০২১-২২-এ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬০ হাজার এবং বড়-ছোট মিলিয়ে আজকের তারিখে কলকাতায় তথ্য প্রযুক্তি সংস্থার সংখ্যা প্রায় ১৫০০ ছুঁইছুঁই। শুধু ২০২১ থেকে ২০২৫-এর মধ্যেই কলকাতায় ব্যবসা করতে এসেছে ৪৩ টি নামী তথ্যপ্রযুক্তি সংস্থা – মাইন্ডট্রি, টেকমাহিন্দ্রা, জেনসার, ডেলয়েট, ডিএক্সসি টেকনোলজিস, ক্যাপজেমিনি, অ্যাকসেন্চার-কে নেই সেই তালিকায়।

টাটা কনসালটেন্সি-র গীতাঞ্জলি পার্ক হল পূর্ব ভারতের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি ক্যাম্পাস যেখানে কাজ করে ১৭,০০০ ছেলেমেয়ে – এটাও তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বকালেই। এই সময়কালে কলকাতায় তথ্যপ্রযুক্তি সংস্থার সংখ্যায় জোয়ার আসার ফলে সেক্টর ফাইভ ছাড়িয়ে রাজারহাট-নিউটাউন-এর আইটি পার্ক-এ একে-একে গজিয়ে উঠেছে বিশ্ববন্দিত সব আইটি ফার্ম।  সিপিএম আমলের জমি জট কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতায় এসেছে বাঙালি প্রযুক্তিবিদদের সাধের ইনফোসিস!  ইনফোসিস ক্যাম্পাসের ঠিক পাশেই গড়ে উঠেছে আইটিসি ইনফোটেক-এর সুবিশাল ক্যাম্পাস, কাছেই উইপ্রো শুরু করেছে কলকাতায় তাদের দ্বিতীয় ক্যাম্পাস-এর কাজ। জল, আলো, রাস্তা-সহ ইনফ্রাস্ট্রাকচারাল সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয় তিনি নাকি শিল্প-বিরোধী! এরপরেও ইচ্ছাকৃত এবং স্বভাবসুলভ কুৎসা হয় যে কলকাতায় নাকি ভালো চাকরি নেই, সব কোম্পানি বাংলা ছেড়ে চলে গিয়েছে ইত্যাদি।  কুৎসাকারীদের জন্যই এই তথ্যগুলো পরিবেশন করা জরুরি ছিল, আর যারা এই কুৎসাকারীদের দ্বারা বিভ্রান্ত হন, এই ইন্টারনেট-এআই-এর যুগে এই তথ্যের সত্যতা যাচাই করা তাদের কাছে খুব কঠিন কাজ নয়। একটা ৩৪ বছরের সরকার একটা জাতির তিনটে প্রজন্মকে পঙ্গু করে দিয়ে বিদায় নিয়েছিল। সেখান থেকে বাংলাকে টেনে তোলার যে প্রাণপণ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন সেই লড়াইকে কুর্নিশ! কুৎসাকারীদের মুখে ঝামা ঘষে এভাবেই এগিয়ে চলুক বাংলা ও বাঙালি, আর ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়!

আরও পড়ুন – ডেটার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে প্রথম ডেটা সেন্টার, উদ্বোধন নিউটাউনে

_

 

_

 

_

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...