Wednesday, August 20, 2025

বিবেক অগ্নিহোত্রী শিল্প করতে আসেননি: পরিচালককে গ্রেফতারির দাবি প্রযোজক রানা সরকারের

Date:

বাংলার কুৎসা করে সিনেমা বানিয়ে বাংলাতেই তার প্রচার! নিয়ম ভেঙে প্রচার করতে গিয়ে বাধার মুখে পড়ে বাংলার নামে ফের কুৎসা বিজেপির রাজনৈতিক পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। আদতে তিনি যে কোনও চলচ্চিত্র পরিচালক নন, শুধুমাত্র বিজেপির বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা। শনিবার দিনভর বিবেকের নাটকের পরে ধুইয়ে দিলেন বাংলার পরিচালক রানা সরকার (Rana Sarkar)।

বিজেপির প্রচার চালানো ও ভোটবাক্স ভরানোর কারিগর বিবেক অগ্নিহোত্রীর মুখোশ খুলে ‘ধূমকেতু’র প্রযোজক দাবি করেন, বিবেক অগ্নিহোত্রী ফিল্মমেকার না, উনি একটি রাজনৈতিক দলের ad film maker. উনি যদি সিনেমা পরিচালক হতেন এবং রাজনৈতিক সিনেমা বানাতেন তাহলে সারাজীবনে একটা হলেও other side of story বলতেন। ইতিহাসকে বিকৃত করে সস্তা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সিনেমার বক্সঅফিস ভরানো না ব্যালট বক্স ভরানোর উদ্দেশ্যে উনি সিনেমা বানান।

শনিবারের বিবেকের নাটক করে কার্যত বাংলার চলচ্চিত্র সমাজকে যেভাবে বাংলায় দাঁড়িয়ে অপমান করেছেন বিবেক অগ্নিহোত্রী তাতে নীরব থাকতে পারেননি রানা। তিনি দাবি করেন, যারা বলছেন ট্রেলার লঞ্চ ইভেন্ট আটকানো ঠিক হয়নি বা শিল্পের কণ্ঠরোধ করা উচিত হয়নি তাদের বোঝা উচিত বিবেক অগ্নিহোত্রী কোনো শিল্প করতে এখানে আসেননি । ২০২৬ ভোটের আগে হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি করতে উনি এসেছেন।

আরও পড়ুন: ঠ্যালার নাম বাবাজি, প্রধানমন্ত্রীর মেট্রোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

শুধু বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক উদ্দেশ্যের সমালোচনা নয়, তাঁর সাম্প্রদায়িক উস্কানির জন্য বিবেক অগ্নিহোত্রীর গ্রেফতারি দাবি করেন প্রযোজক রানা সরকার। তাঁর স্পষ্ট দাবি, অনুমতি নেই বলে ওনার ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক হয়েছে, অনুমতি থাকলেও বন্ধ করে দেওয়া দরকার ছিল। আর এরপর উনি (Vivek Agnihotri) কলকাতা এলে সাম্প্রদায়িক উস্কানির দায়ে ওকে গ্রেফতার করা হোক। বাংলার মানুষ কোনো সাম্প্রদায়িক উস্কানি আর মেনে নেবে না।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version