ছাব্বিশের চিন্তায় ঘুম উড়েছে দেবের!

Date:

Share post:

বলিউডের সঙ্গে টক্কর দিয়ে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করা থেকে দশ বছর আগে বানানো সিনেমাকে যথাযথভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরা- সবেতেই সফল মেগাস্টার দেব (Dev)। কিন্তু এরপর কী হবে? ২০২৫ সালের পুজোয় ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আর বছরের শেষে ‘প্রজাপতি টু’ (Prajapati 2) আসবে। কিন্তু এছাড়া আর তো কোনও বড় স্ক্রিপ্ট হাতে নেই। তাহলে আগামী বছর বাংলার মানুষের কাছে কোন ব্লকবাস্টার উপহার দেবেন সাংসদ অভিনেতা, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় দেবের (Dev)।

খাদানের (Khadaan) রেকর্ড থেকে ধূমকেতুর (Dhumketu) সাফল্য হয়ে রঘু ডাকাতের (Raghu Dakat) উন্মাদনা মেগাস্টার দেবের (Dev) দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আগামী বছর নিয়ে এখন থেকেই তাঁর টেনশন হচ্ছে। ‘খাদান’ বা ‘ধূমকেতু’ যে বড় ক্যানভাসটা তৈরি করেছে সেটাকে বিট করবেন কীভাবে তা জানা নেই দেবের। মেগাস্টার বলেন, ‘খাদান’ ব্লকবাস্টার হতেই আমার ঘুম উড়ে গেল। এরপর কী হবে? তখন আবার শ্রীকান্ত মোহতাকে ফোন করি। কারণ একটা স্ক্রিপ লিখতে দেড় থেকে দু’বছর লাগবে। এখানে অলরেডি একটা আইডিয়া রেডি আছে যেটার নাম ‘রঘু ডাকাত’ । ধ্রুব দার সঙ্গে কথা বললাম কো- প্রডিউসারকে কনভিন্স করলাম যে আমাকে টাকা দিতে হবে না সিনেমাতে ইনভেস্ট করো। আজকে রঘু ডাকাতের টিজার দেখে লোকে বুঝতে পারছে বাংলা ছবিতে এরকম জিনিস এর আগে হয়নি।’ এরপরই অভিনেতা বলেন, ‘ধূমকেতু’র সফলতার পর তার আগামী দুই ছবি ভালো ব্যবসা করবে এ ব্যাপারে তিনি নিশ্চিত। কিন্তু দেব (Dev) আপাতত ২০২৫ নিয়ে ভাবছেন না কারণ তিনি ছাব্বিশের চিন্তা শুরু করে দিয়েছেন। দেবের কথায়, কীভাবে ‘ধূমকেতু’র হাইপ বিট করবো বা ‘রঘু ডাকাত’- এর ক্যানভাসের থেকেও আরও বড় কিছু করব এইসব নিয়েই চিন্তা ভাবনা করতে ব্যস্ত আছি। তাই কে ট্রোল করল, কে মিম বানালো সেদিকে নজর দেওয়ার সময় নেই।’ সোজা কথায় সাংসদ অভিনেতা যে নিন্দুক – সমালোচকদের তোয়াক্কা করেন না তা যেন স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন। প্রিয় তারকার এই ভাবনা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বলছেন আগামী বছরও গুরু’দেব’ যে অসাধারণ কিছু সিনেমা উপহার দেবেন এ ব্যাপারে এখন থেকেই তাঁরা আশাবাদী।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার...

প্রেম-যৌনতার ককটেলে গোয়েন্দা হলেন ‘তোপসে’, চর্চার আড়ালে জমজমাট ‘যত কাণ্ড কলকাতাতেই’

কিশোর কাহিনীর গোয়েন্দা গল্পে স্রষ্টারা খুব সন্তর্পণে রোমান্টিক মুহূর্ত বা যৌন আবেদনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন চিরকালই। সত্যজিৎ...

বন্ধ হচ্ছে ‘গীতা এলএলবি’! ছোটপর্দায় ফিরছে গৌরব-সোলাঙ্কি জুটি 

'গাঁটছড়া'র বন্ধন যে কতটা গভীর সিনেমা- সিরিয়ালের চিত্রনাট্যে সেটা বারে বারে বোঝানোর চেষ্টা করেন নির্মাতারা। সেটা গল্পের বিন্যাসে...