বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলিতে বাঙালি (Bengali) দেখলেই হেনস্থা-অপমান! বাঙালিকে আগেও হেনস্থা করা হলে মুখ বুজে সহ্য করা হয়নি। ভবিষ্যতেও হবে না। সাফ বললেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)।
গৌতম ঘোষ (Gautam Ghosh) বললেন,” ১৯৪৭ সালে স্বাধীনতা পেলাম আমরা। দেশভাগ হল আসলে ভারত কি ভাগ হয়েছিল? ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব। যেদেশের মানুষরা সবচেয়ে বেশি লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হল। অনেক কারণ রয়েছে। কিন্তু সেই কারণগুলি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় বা দেশ ভাগ কেন হয়েছিল ভাবতে হয়। আপনারা যদি কখনও আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটি লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় ৯০ শতাংশ রয়েছে বাঙালির নাম। তারপর পাঞ্জাবিরা তারপর অন্যান্য জাতির মানুষেরা। ফলে বোঝাই যায় কারা লড়াই করেছিলেন। এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকব। বাংলা বহুবার অপদস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল বাংলা ভাষা। সেই বাংলাকে হেনস্থা করা আগেও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। বাঙালি তা করতে দেবে না। জয় বাংলা!”