Wednesday, August 20, 2025

শুটিংয়ে ‘দিল্লি ফাইলস’, নাম বদলে ‘বেঙ্গল ফাইলস’! চাঞ্চল্যকর অভিযোগ শাশ্বতর

Date:

বিজেপির মিথ্যের ফানুস অনেক উঁচুতে উঠিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে বড় অস্ত্র চলচ্চিত্র। আর সেই অস্ত্র চালনার যোদ্ধা বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সেই ‘কাশ্মীর ফাইলস’ থেকে শুরু মিথ্যে কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার বিবেক-নীতি। এবার মিথ্যাবাদী বিবেকের আরেক চরিত্র ফাঁস করলেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ (The Bengal Files) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকারে বাংলার খ্যাতনামা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) দুটি চঞ্চল্যকর দাবি করেন। যে দুটি দাবি প্রমাণ করে শুধুমাত্র কাহিনীকার হিসাবে নয়, ব্যক্তি ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী কতটা মিথ্যাবাদী।

শাশ্বতর প্রথম দাবি, যখন এই চলচ্চিত্রের চরিত্রের জন্য তাঁর কাছে সুযোগ আসে তখন গোটা কাহিনী তাঁকে শোনানো হয়নি। তবে ভিলেন চরিত্রের গুরুত্ব বুঝেই তিনি এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শাশ্বত জানিয়েছেন, এরকম ভয়ংকর ভিলেনের চরিত্র করার সুযোগ খুব একটা আসে না।

অভিনেতা হিসাবে ভালো চরিত্রের সুযোগ কখনোই হাতছাড়া করেন না শাশ্বত চট্টোপাধ্যায়। কাহানী, কল্কি তার উদাহরণ। কিন্তু শাশ্বতর দাবি, তার আগেই তিনি বিবেক অগ্নিহোত্রীর মিথ্যের শিকার হয়েছেন। শাশ্বত জানান, যতদিন তাঁর চরিত্রের শুটিং হয়েছে ততদিন চলচ্চিত্রের নাম ছিল ‘দিল্লি ফাইলস’। অথচ যখন মুক্তি পাচ্ছে তখন দেখা যাচ্ছে সিনেমার নাম হয়ে গেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এভাবে নাম বদল হলে অভিনেতার হাতে কিছু থাকে না, হতাশার সঙ্গে জানান শাশ্বত।

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version