Tuesday, August 19, 2025

জনসংযোগ বাড়ান, ক্যাম্পে যান: জেলাওয়ারি বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। বাংলাজুড়ে জেলা ভিত্তিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রত্যেক বৈঠকেই একজোট হয়ে লড়াইয়ে বার্তা দিচ্ছেন অভিষেক। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে জনসংযোগের উপর। মঙ্গলবার প্রথমে বারাসত ও পরে তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই জনসংযোগ বাড়ানোর উপর জোর দিলেন অভিষেক। ক্যামাক স্ট্রিটের দফতরে বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

এদিন দুই জেলার নেতৃত্বকেই অভিষেক (Abhishek Banerjee) বলেন, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। বেশি বেশি করে মানুষের সঙ্গে মিশতে হবে। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনে তার সমাধানের চেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে স্থানীয় সাংসদ- বিধায়কদের থাকতে হবে। তাঁর নির্দেশ, সব সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না তা নিশ্চিত করতে হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ও বাঙালিদের উপর যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রচার, সভা ও মানুষের দুয়ারে গিয়ে বোঝাতে হবে। বুথে-বুথে ছোট ছোট সভা করতে হবে। এছাড়া দুই সাংগঠনিক জেলার টাউন ও ব্লক সভাপতি পরিবর্তন-পরিমার্জন নিয়েও দীর্ঘ আলোচনা হয়। সকলে মিলে কাজ করে দলকে শক্তিশালী করতে হবে। বার্তা শীর্ষ নেতৃত্বের।

মঙ্গলবার এই বৈঠকে বারাসত (Barasat) সাংগঠনিক জেলার তরফে উপস্থিত ছিলেন সাংসদ তথা জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, খাদ্যমন্ত্রী তথা বিধায়ক রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, রহিমা মণ্ডল, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসি’র সভাপতি তাপস দাশগুপ্ত, যুব তৃণমূলের সভাপতি লিঙ্কন মল্লিক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিনু দাস চক্রবর্তী। তমলুক সংগঠনিক জেলার বৈঠকে ছিলেন, জেলা সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, সৌমেন মহাপাত্র, তিলক চক্রবর্তী, সুকুমার দে, তাপসী মণ্ডল, জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দে, মহিলা তৃণমূলের সভাপতি শিবানী দে কুণ্ডু এবং পাঁশকুড়ার তৃণমূল নেতা আনিসুর রহমান।

spot_img

Related articles

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে...

মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য

রাজ্যের শ্রমজীবীদের জন্য বিনা মূল্যে চালু থাকা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। আরও আধুনিক...