ভোট চুরির অভিযোগে সংসদ চত্বরের বাইরে স্লোগান-ব্যানার – পোস্টারে বিক্ষোভ বিরোধীদের। মঙ্গলবার I.N.D.I.A-র সদস্যরা ব্যানারে জ্ঞানেশ কুমারসহ তিন জাতীয় নির্বাচন কমিশনারের ছবি দিয়ে তাঁদের বিরুদ্ধে “ভোট চোর” স্লোগান দেন। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy), মহুয়া মৈত্র (Mahua Moitra), সাগরিকা ঘোষ, দোলা সেনরা (Dola Sen)। মকরদ্বারের সামনে এদিনের বিক্ষোভে সামিল হন কংগ্রেসসহ বাকি বিরোধীরাও।
পাশাপাশি বাংলার অপমান মানছি না পোস্টার হাতে সংসদ চত্বরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে , ডেরেক ও ব্রায়েন, মিতালী বাগদের ভাষা আন্দোলন করতে দেখা যায়। রাজ্যসংগীত গেয়ে কেন্দ্রের বাংলা বিদ্বেষী আচরণের প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা।
–
–
–
–
–
–
–
–
–